Chandrayaan-3: অনুজের ডিজাইনের ক্যামেরা ছবি তুলবে চাঁদের! চন্দ্রযান অভিযানের অংশীদার ইসলামপুরের এই বাঙালি বিজ্ঞানী

Last Updated:

Chandrayaan-3: অনুজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা। ছোট থেকেই বিজ্ঞানী হতে চেয়েছিল অনুজ। বেঙ্গালুরুর ইসরোতে গত ৮ বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী।

+
অনুজ

অনুজ নন্দী 

উত্তর দিনাজপুর: দ্বিতীয় চন্দ্রযানের ভুলগুলো শুধরে শুরু হয়েছে তৃতীয় মিশন। বছর চার আগেই ব্যর্থতা ঝেড়ে ফেলে চন্দ্রযান অভিযানে আরও একবার সাফল্যের মুখ দেখল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। শুক্রবার পূর্ব নির্দিষ্ট মাহেন্দ্রক্ষণ, দুপুর ঠিক ২ঃ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল ৩,৯০০ কেজি ওজনের চন্দ্রযান-৩।
এ বারে এই চন্দ্রয়ান অভিযানের অন্যতম অংশীদার ছিলেন উত্তর দিনাজপুরের ভূমিপুত্র ইসলামপুরের অনুজ নন্দী। চন্দ্রযান-৩ ক্যামেরার ডিজাইন করছেন অনুজ নন্দী। অনুজের বিশেষ ইনফ্রায়েড ক্যামেরা পাড়ি দিয়েছে চন্দ্রযান-৩ অভিযানে। জানা যায়, অনুজ উত্তর দিনাজপুরের ইসলামপুরের আশ্রম পাড়ার বাসিন্দা। অনুজের এই সাফল্যে খুশি অনুজের পরিবারের লোকজন পাশাপাশি গোটা শহর। ছোট থেকেই বিজ্ঞানী হতে চেয়েছিল অনুজ।
advertisement
advertisement
বেঙ্গালুরুর ইসরোতে গত ৮ বছর ধরে কাজ করছেন এই বাঙালি বিজ্ঞানী। ইসলামপুর হাই স্কুলের পড়াশুনোর পর রায়গঞ্জ কলেজে বিজ্ঞান নিয়ে স্নাতক হন অনুজ। এ দিন অনুজের এই সাফল্যে চোখের কোণে জল চলে আসে কৃতি বিজ্ঞানীর মা সোমা দেবীর। সোমা নন্দী জানান, একমাস আগেই ইসলামপুরের বাড়িতে এসেছিলেন অনুজ। বেঙ্গালুরু থেকে ফোন করে সবটা জানিয়েছে। আমরা এখানে বসেই মোবাইল ফোনে চন্দ্রযান অভিযানের দৃশ্যের সাক্ষী থাকলাম।
advertisement
জানা গিয়েছে, এই চন্দ্রযান-৩ মাত্র ১৭ মিনিটে পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর কথা। তবে চাঁদে পৌছাতে বেশ খানিকটা সময় লাগবে ইসরোর তৈরি চন্দ্রযানের। বিজ্ঞানীদের অংক বলছে ২৩ বা ২৪ অগাস্ট উপগ্রহের মাটি ছবি চন্দ্রযান-৩। আর চাঁদ অভিযানে ভারতের এই সাফল্যে নিঃসন্দেহে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার জগতে বিশাল কীর্তি।
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Chandrayaan-3: অনুজের ডিজাইনের ক্যামেরা ছবি তুলবে চাঁদের! চন্দ্রযান অভিযানের অংশীদার ইসলামপুরের এই বাঙালি বিজ্ঞানী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement