অযোধ্যা পর্যটন থেকে কন্যা সুমঙ্গলা যোজনা, যোগী সরকারের তৃতীয় বাজেটে বরাদ্দ ₹৪.৭৯ লক্ষ কোটি
- Published by:Ahana Bose
- news18 bangla
Last Updated:
#লখনউ: লোকসভা নির্বাচনের আগে গতকালই পেশ হয়ে গিয়েছে অসমের বাজেট । আজ পেশ হল ২০১৯-২০ অর্থবর্ষের উত্তরপ্রদেশের বাজেট ।বাজেটে বরাদ্দ অর্থের মোট পরিমাণ ৪.৭৯ লক্ষ কোটি টাকা।
আজ এই বাজেট পেশ করেছেন উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী রাজীব আগরওয়াল । ২০১৮-১৯ এর বাজেটের চেয়ে এই বাজেটে বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২% ।
এই বাজেটে প্রায় ২১,২১২.৯৫ কোটির নতুন প্রকল্পও ঘোষণা করা হয়েছে । এটি যোগী সরকারের তৃতীয় বাজেট ।
advertisement
বাজেটে ঘোষণা করা হয়েছে 'কন্যা সুমঙ্গলা যোজনা' যার মাধ্যমে মহিলাদের স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নে জোর দেওয়া হবে । এই প্রকল্পে মোট ১,২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ও এর মাধ্যমে মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হবে ।
advertisement
এছাড়াও, কৃষি পেনশন, সংস্কৃত শিক্ষা, মিড ডে মিল, শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াইফাই, উন্নত সড়ক পরিবহন, জলসম্পদ উন্নয়নের মত বিষয়গুলির উপর জোর দেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে ।
view commentsLocation :
First Published :
February 07, 2019 4:01 PM IST