ভোট শেষে হিংসার বলি আরও ১
Last Updated:
ভোট শেষে হিংসার বলি হলেন আরও এক রাজনৈতিক কর্মী ৷ মুর্শিদাবাদের ভগীরথপুরে খুন হলেন একজন তৃণমূলকর্মী ৷ বুথ থেকে বাড়ি ফেরার পথে খুন হন তৃণমূল কর্মী শেখ আনারুল ৷ খুনের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে ৷
#মুর্শিদাবাদ: ভোট শেষে হিংসার বলি হলেন আরও এক রাজনৈতিক কর্মী ৷ মুর্শিদাবাদের ভগীরথপুরে খুন হলেন একজন তৃণমূলকর্মী ৷ বুথ থেকে বাড়ি ফেরার পথে খুন হন তৃণমূল কর্মী শেখ আনারুল ৷ খুনের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে ৷
স্থানীয় সূত্রে খবর, বুথ থেকে বাড়ি ফেরার পথে বোম ও গুলি মেরে ওই তৃণমূল কর্মীকে খুন করা হয় ৷ এদিন সকালে ডোমকলে খুন হন সিপিএম কর্মী ৷ সেই ঘটনার পাল্টা হিসেবেই এই খুন, অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের ৷
view commentsLocation :
First Published :
April 21, 2016 7:29 PM IST

