ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের কিছু অংশ
Last Updated:
ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত ৷ গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদে মাঝারি কম্পন অনুভূত হয়েছে ৷
#নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারত ৷ গুরগাঁও, নয়ডা, ফরিদাবাদে মাঝারি কম্পন অনুভূত হয়েছে ৷ রবিবার দুপুর ৩.৩৭ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল হরিয়ানার সোনিপাত বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পে প্রাণহানি কিংবা সম্পত্তি হানির কোনও খবর পাওয়া যায়নি।
আতঙ্কে ঘর, বাড়ি দোকান থেকে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন ৷ খুব একটি শক্তিশালী ছিল না ভূমিকম্প বলে জানানো হয়েছে ৷
advertisement
ভূমিকম্প অনুভব করার পর দিল্লি, গুরগাওঁ আর গাজিয়াবাদের অনেক মানুষ ছবি আর টুইট করে এই ঘটনা শেয়ার করে।
Location :
First Published :
July 01, 2018 6:05 PM IST