বয়ফ্রেন্ড চাই ঋত্বিকার !

Last Updated:

ঋত্বিকার কথা নিশ্চয়ই আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই ৷ কারণ পুঁচকিবেলা থেকেই তাঁর মুখ টেলিভিশন দুনিয়ায় পরিচিত ৷ এরপর বড় পর্দাতেও এখন যথেষ্ট নিয়মিত ঋত্বিকা ৷

#কলকাতা: নায়িকার বয়ফ্রেন্ড চাই ৷ সোশ্যাল মিডিয়ায় এমন কথাই যেন ‘ঘুরিয়ে’ বলতে চাইলেন টলি নায়িকা ঋত্বিকা সেন ৷
ঋত্বিকার কথা নিশ্চয়ই আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই ৷ কারণ পুঁচকিবেলা থেকেই তাঁর মুখ টেলিভিশন দুনিয়ায় পরিচিত ৷ এরপর বড় পর্দাতেও এখন যথেষ্ট নিয়মিত ঋত্বিকা ৷ ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘বরবাদ’, ‘রাজা রানি রাজি’-র পাশাপাশি অপর্ণা সেনের ‘আরশিনগর’-এর মতো ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ৷ নিয়মিত তিনি সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও ৷ বন্ধুদের সঙ্গে হুল্লোড় হোক বা পার্টি, সেলফি হোক বা নতুন ছবির আপডেট, সবটাই শেয়ার করেন নিজের ফ্যানদের সঙ্গে ৷
advertisement
advertisement
আর এবার ফ্যানদের বললেন একেবারে নিজের মনের কথা ৷ প্রিয়তম মানুষটিকে এবার ঋত্বিকার চাই ৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে সে কথাই যেন বলতে চাইলেন ৷ বিষয়টা ঠিক কী ? তাহলে একটু খোলসা করা যাক ৷ সম্প্রতি মিউজিক্যালি ভিডিও থেকে একটি মজার ভিডিও তৈরি করেছেন ‘বরবাদ’-এর নায়িকা ৷ সেখানেই তিনি বাবাকে প্রমিস করছেন ৷ বাবা যা যা বলছেন ঠিক সেই কথাগুলিই বলতে শোনা যাচ্ছে ঋত্বিকাকে ৷ কিন্তু বাবা যখন বয়ফ্রেন্ড না রাখার প্রমিস করতে বললেন, তখন কিন্তু তাতে মোটেও রাজি হলেন না নায়িকা ৷ বরং তীব্র স্বরে এর প্রতিবাদ করেন তিনি ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বয়ফ্রেন্ড চাই ঋত্বিকার !
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement