মুসলিম হয়েও কেন বিকিনি ? নেটিজেনদের তোপের মুখে সুহানা

Last Updated:

বলিউডে পা রাখেননি এখনও ৷ কিন্তু স্টারডমে পিছনে ফেলে দিচ্ছেন তাবড় তাবড় তারকাকে ৷ সে তো হওয়ারই কথা ৷ তিনি তো আর যে কেউ নন ৷ তিনি যে স্বয়ং কিং-খান কন্যা সুহানা ৷

#মুম্বই: বলিউডে পা রাখেননি এখনও ৷ কিন্তু স্টারডমে পিছনে ফেলে দিচ্ছেন তাবড় তাবড় তারকাকে ৷ সে তো হওয়ারই কথা ৷ তিনি তো আর যে কেউ নন ৷ তিনি যে স্বয়ং কিং-খান কন্যা সুহানা ৷
আবারও তাঁর বিকিনি-লুকে ঝড় উঠল সোশ্যাল দুনিয়ায় ৷ মাখো মাখো চকোলেট-রঙা বিকিনিতে নেট দুনিয়ায় উষ্ণতা বিলি করলেন তিনি ৷ সম্প্রতি ইতালিতে ছুটি কাটাচ্ছেন খান পরিবার ৷ ছেলে আরিযানের সঙ্গে বার্সেলোনার রাস্তায় পোজ দিয়েছিলেন শাহরুখ ৷ এবার সুহানার পালা ৷ যদিও কিছুদিন আগে বাবাকে চুমু দেওয়ার একটি দুর্দান্ত ছবি দেখা গিয়েছিল সোশ্যালের দেওয়ালে ৷ ভাইরাল হয়েছিল সেই ছবিটিও ৷ আর এবার ছোট ভাই আব্রাম আর গৌরি খানের ভাই বিক্রান্ত ছিব্বার ছেলে অর্জুনের সঙ্গে বিকিনি লুকে ধরা দিলেন তিনি ৷
advertisement
advertisement
কিন্তু এই ছবি পোস্ট হতে না হতেই হাজার হাজার বাক্যবাণ ধেয়ে এল সুহানার দিকে ৷ মুসলিম সম্প্রদায়ের মেয়ে হয়েও কেমন এই ধরণের খোলামেলা পোশাক তিনি পরেছেন, তা নিয়ে জোর তরজা শুরু হয় নেট দুনিয়ায় ৷ অনেকে সুহানার লুকের প্রশংসা করলেও তুলধনা করতেও ছাড়েননি নেটিজেনরা ৷ তবে এ নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি শাহরুখকন্যাকে ৷
advertisement
এই ছবির জন্য আগেও ট্রোল হয়েছিলেন সুহানা ৷ এই ছবির জন্য আগেও ট্রোল হয়েছিলেন সুহানা ৷
এর আগেও টু-পিস পরার জন্য সমালোচনা শুনতে হয়েছিল সুহানাকে ৷ মেয়ের সমর্থনে মুখ খুলতে দেখা গিয়েছে কিং খানকেও ৷ তারপরেও থামেনি নৈতিকতার পাঠ ৷ তবে বিতর্ক সত্ত্বেও বারবার খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে সুহানা বুঝিয়ে দিয়েছেন, এসবে মোটেই পাত্তা দেওয়ার বান্দা নন তিনি ৷
advertisement
advertisement
Best a woman can get... soaking the sun with my boys in Barcelona A post shared by Gauri Khan (@gaurikhan) on
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
মুসলিম হয়েও কেন বিকিনি ? নেটিজেনদের তোপের মুখে সুহানা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement