হেনস্তার শিকার আয়েশা টাকিয়া, ট্যুইটারে মোদি-সুষমাকে অভিযোগ স্বামীর
Last Updated:
#মুম্বই: বেশ কয়েক বছর হল অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছেন বলি অভিনেত্রী আয়েশা টাকিয়া। তবে অভিনয় থেকে সরে গেলেও সোশ্যাল মিডিয়ায় প্রায়শই তার উপস্থিতি জানান দেন তিনি। কখনও নিজের শ্বশুর সমাজবাদী পার্টির আবু আজমির বিরুদ্ধে সোচ্চার হয়ে, কখনও বা ‘পেটা’র হয়ে ক্যাম্পেন করে।
২০০৪ সালে, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবি দিয়ে বলিউডে পা রাখা এই অভিনেত্রী সম্প্রতি এক ভিন্ন কারণে সংবাদে উঠে এসেছেন। তাঁর স্বামী ফারহান আজমির করা একগুচ্ছ ট্যুইট মেসেজই সেই কারণ।
মুম্বই পুলিশের সাহায্য চেয়ে সেই ট্যুইটগুলো করেন ফারহান। সেখানে তিনি লেখেন যে, তাঁর বোন ও স্ত্রীকে হুমকি দেয়া হচ্ছে, হেনস্তা করা হচ্ছে। এমনকী বাড়ির বাইরে বের হলে তাদের পিছু নেওয়া হচ্ছে।
advertisement
advertisement
My wife @Ayeshatakia , mother & sisters are being harassed,threatened stalked by a litigant, @MumbaiPolice #dcpDahiya refusing to answer my calls or messages. #DahiyaIPS has illegally frozen our bank accounts Dear PM @narendramodi ji @SushmaSwaraj Pls intervene!! #betibachao
— Farhan Azmi (@abufarhanazmi) July 3, 2018
advertisement
ট্যুইটে ফারহান আরও লেখেন, মুম্বই পুলিশের ডিসিপি তাঁর ফোনের কোনও উত্তর দেননি। ফারহানের ট্যুইটে হ্যাশট্যাগ দিয়ে নাম ছিল সুষমা স্বরাজ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নাম ছিল স্ত্রী আয়েশা টাকিয়ার।
নিজের মোবাইল ফোন নম্বরে বেশ কয়েকটি মেসেজ পান আয়েশা টাকিয়া। যেখানে বলা হয়, যে খুব অল্প সময়ের মধ্যেই তার স্বামীর হাজতবাস হবে। ফারহানের সাত মাসের অন্তঃসত্ত্বা বোনও এমন হুমকি বার্তা পেয়েছেন বলে জানা গিয়েছে।
Location :
First Published :
July 04, 2018 7:16 PM IST