আরামবাগে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, অভিযুক্ত দলেরই ৭ যুবকর্মী
Last Updated:
#আরামবাগ: আরামবাগে খুন তৃণমূল নেতা ৷ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ৷ ঘটনাস্থল হুগলির আরামবাগের মধুপুর এলাকা ৷ খুনে অভিযুক্ত দলেরই ৭ যুবকর্মী ৷ অভিযুক্ত ৭ জনকেই আটক করেছে পুলিশ ৷
আরও পড়ুন: নৃশংস ! তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণ
রবিবার রাতে ঘটনাটি ঘটে ৷ নিহত তৃণমূল নেতার নাম শেখ মুক্তার ৷ তিনি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন ৷
advertisement
শেখ মু্ক্তারের পরিবারের দাবি, মধুপুর এলাকায় দীর্ঘদিন ধরেই গোষ্ঠীকোন্দল লেগেই ছিল ৷ যুব তৃণমূল এবং প্রবীণ নেতাদের মধ্যে সংঘাত চলছিলই ৷ একাধিকবার তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা চেষ্টা করেও সেই সমস্যা মেটাতে পারেনি ৷ যার জেরেই খুন হতে হল শেখ মুক্তারকে ৷
advertisement
Location :
First Published :
December 17, 2018 9:32 AM IST