শীঘ্রই দেশে আসছে এমআই ১০ টি ফাইভ জি (Mi 10T 5G) ও এমআই ১০ টি প্রো ফাইভ জি (Mi 10T Pro 5G)। সম্প্রতি শাওমি ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে এ কথা। গত সপ্তাহে বিশ্ব বাজারে এসেছে এই ফোন। শাওমি জানিয়েছে, অক্টোবরের ১৫ তারিখের মধ্যে ভারতেও পাওয়া যাবে শাওমি এমআই-এর এই নতুন মডেল।
কী কী থাকছে নতুন এই ফোনে? শাওমি এমআই ১০ টি প্রো ফাইভ জি-তে থাকছে কুয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপ। এই ফোনের অ্যাডিশনাল সানলাইট সেন্সিভিটি ও ১৪৪ হার্জ রিফ্রেশ রেট প্যানেলের ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে আপনার নজর কাড়বে। ফোনের পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল অ্যাডিশনাল ক্যামেরা ইউনিটসহ ১০৮ মেগাপিক্সেলের 'ট্রিপল ক্যামেরা। পাশাপাশি রেকর্ডিং ও প্লে ব্যাকের জন্য ডুয়াল ভিডিয়ো মোড ও ৮ কে ভিডিও রেকর্ডিং ফিচারও রয়েছে। এই ফোনের স্টোরেজও যথেষ্ট ভালো। এক্ষেত্রে এমআই ১০ টি প্রো ফাইভ জি-তে ৮ জিবি এলপিডিডিআর৫ ব়্যাম রয়েছে। সঙ্গে থাকছে ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ। এর ব্যাটারি ব্যাকআপও মন্দ নয়। ফাস্ট চার্জিংয়ের সুবিধার পাশাপাশি এই ফোনের ৫০০০ এমএএইচ ব্যাটারি আপনাকে হতাশ করবে না।
This settles the refresh rate debate.
— Mi India #Mi10TSeries5G (@XiaomiIndia) October 6, 2020
Intelligent AdaptiveSync Display on #Mi10TSeries5G changes everything - Right from content viewing to battery optimisation.
A result of years of R&D to develop a display tech that's intelligent. pic.twitter.com/CfZvMInKAe
এমআই ১০ টি ফাইভ জি ও এমআই ১০ টি প্রো ফাইভ জি-তে প্রায় একই ফিচার রয়েছে। শুধু ব়্যাম ও ক্যামেরা সেকশনে বেশ কয়েকটি পরিবর্তন রয়েছে। তবে দুটি ফোনেই থ্রি-ডি অডিও রেকর্ডিং ও থ্রি-ডি অডিও প্লে-ব্যাক রয়েছে। থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ প্রোটেকশন। যার সাহায্যে ক্যামেরা লেন্স প্রোটেকশন সহ অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও স্ক্রিন প্রোটেকশন লেয়ারের সুবিধা পাওয়া যাবে।
কোন ফোনের দাম কত? এ ক্ষেত্রে ৬ জিবি+ ১২৮ জিবি মডেলের এমআই ১০ টি ফাইভ জি ফোনের দাম পড়ছে ৪৩,০০০ টাকা এবং ৮ জিবি+ ১২৮ জিবি মডেলের দাম ৪৭,৫০০ টাকা। পাশাপাশি ৮ জিবি+ ১২৮ জিবি মডেলের এমআই ১০ টি প্রো ফাইভ জি ফোনের দাম পড়ছে ৫১,৫০০ টাকা এবং ৮ জিবি+ ২৫৬ জিবি মডেলের দাম ৫৬,০০০ টাকা।
টেক এক্সপার্টরা জানাচ্ছেন, বর্তমান বাজারে স্যামসাং গ্যালাক্সি এস ২০ এফই ও ওয়ান প্লাস এইট টি-কে টেক্কা দিতে পারে শাওমির এই ফোন। এর ক্যামেরা ও স্টোরেজ পারফরম্যান্স ক্রেতাদের নজর কাড়বে বলেই আশা করছে প্রস্তুতকারী সংস্থা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Xiaomi