তীব্র গতি থাকা সত্ত্বেও আকাশে উড়ন্ত বিমানের গতি কম বলে মনে হয়, কখনও ভেবে দেখেছেন কেন?
- Written by:Trending Desk
- trending desk
- Edited by:Rachana Majumder
Last Updated:
যদি বিমানের গতিপথে কোনও রকম বাধা কিংবা মেঘ না থাকে, তাহলে বিমানটি মসৃণ এবং সঠিক ভাবে নীল আকাশের বুক চিরে উড়ে চলে। আর সেটা কতটা তীব্র গতিতে চলছে, সেটা বোঝা সম্ভব হয় না।
এরোপ্লেনের আওয়াজ শোনা গেলে সব বাচ্চাই প্রায় বাইরে ছুটে যায়। চোখের আড়ালে না যাওয়া অবধি সেদিকেই চেয়া থাকে তারা। তবে আকাশপথে যখন বিমান চলাচল করে, তখন নিচ থেকে দেখে মনে হয় যেন বিমানের গতি খুবই কম। অথচ কয়েক সেকেন্ডের মধ্যেই বিমান চোখের আড়ালে চলে যাচ্ছে। আসলে মজার বিষয় হল বিমানের গতি মারাত্মক বেশি থাকে। কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে যে, এমনটা কেন হয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোরা-য় হামেশাই এই ধরনের প্রশ্ন করে একাধিক মানুষ। এই বিষয়ে খুবই স্বল্প জ্ঞান বেশিরভাগ মানুষের। সম্প্রতি একজন প্রশ্ন করেছিলেন, আকাশপথে ওড়া বিমানের গতি কম বলে মনে হয় কেন, যেখানে সেটি মারাত্মক গতিতে উড়ে চলে? অনেকেই এই প্রশ্নের জবাবও দিয়েছেন।
জ্যোতেশ সিং নামে এক ব্যবহারকারী বলেন, “যখন আমরা কোনও কিছুকে দ্রুত উড়তে দেখি, তখন তার সঙ্গে একটি রেফারেন্স সিস্টেম থাকে। যার মাধ্যমে আমরা তুলনা করতে পারি যে, সেই জিনিসটির গতি কতটা দ্রুত। কিন্তু আকাশে উড়ন্ত বিমানের সঙ্গে তুলনা করার কিছু নেই, যাতে আমরা জানতে পারি বিমানের গতি কত। সেই কারণে বিমানকে ধীরে ধীরে উড়তে দেখা যায়।”
advertisement
advertisement
এই সমস্ত জবাব দিয়েছে সাধারণ মানুষ। তবে আসল ঘটনাটা বলা যাক। দ্য কনভার্সেশন ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, যখন একটি বিমানকে রানওয়ে থেকে প্রথমবার উড়তে দেখা যায়, তখন তার গতি থাকে মারাত্মক বেশি। এরপর বিমানটি যখন বাতাসের ক্রুজিং উচ্চতায় পৌঁছয়, তখন মনে হয় যেন সেটি ধীরে ধীরে উড়ে চলেছে। এর কারণ হল, বিমানটি যখন আকাশে থাকে, তখন সেখানে কোনও স্বাধীন রেফারেন্স পয়েন্টই থাকে না। আসলে এটা তুলনা করেই আমরা জানতে পারি যে, বিমানটি কতটা তীব্র গতিতে ছুটছে। ফলে বোঝাই যাচ্ছে যে, রেফারেন্স পয়েন্ট হল বিমানের গতি পরিমাপের একক। যদি বিমানের গতিপথে কোনও রকম বাধা কিংবা মেঘ না থাকে, তাহলে বিমানটি মসৃণ এবং সঠিক ভাবে নীল আকাশের বুক চিরে উড়ে চলে। আর সেটা কতটা তীব্র গতিতে চলছে, সেটা বোঝা সম্ভব হয় না।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2023 3:35 PM IST