WhatsApp স্টেটাস থেকে সহজেই ডাউনলোড করে নিন ছবি ও ভিডিও, রইল উপায়
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এবার এক নতুন তথ্য উঠে এল। এখন থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে WhatsApp স্টেটাসে দেওয়া ছবি ও ভিডিও
WhatsApp: দিন কয়েক আগে লঞ্চ হওয়া নতুন ফিচারের সূত্র ধরে বর্তমানে Facebook স্টোরির মতো শেয়ার করা যাবে WhatsApp স্টেটাসও। তবে এবার এক নতুন তথ্য উঠে এল। এখন থেকে খুব সহজেই ডাউনলোড করা যাবে WhatsApp স্টেটাসে দেওয়া ছবি ও ভিডিও। মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই নিজের স্মার্টফোন থেকে ডাউনলোড করে নেওয়া যাবে পছন্দের ছবিগুলি। কিন্তু কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক!
কী ভাবে ডাউনলোড করা যাবে WhatsApp স্টেটাস?
প্রথমে নিজেদের স্মার্টফোনে Google File ডাউনলোড করতে হবে।
এর পর এই অ্যাপটির উপরের বাম দিকের কোণে মেনু আইকনে ক্লিক করতে হবে।
advertisement
এবার 'Settings' অপশনে ট্যাপ করতে হবে। এখানেই 'show hidden files'-এর সামনে থেকে টগল টার্ন অন করতে হবে।
এর পর ডিভাইজের ফাইল ম্যানেজারে যেতে হবে।
advertisement
এবার ইন্টারনাল স্টোরেজ থেকে প্রথমে WhatsApp ও পরে মিডিয়া ও স্টেটাস (Internal storage>WhatsApp>Media>Statuses) অপশনে যেতে হবে।
এই পর্যন্ত যে স্টেটাসগুলি দেখা হয়েছে, সেগুলি এবার ফোল্ডারে দেখা যাবে। এবার পছন্দের ছবি বা ভিডিওটিতে ক্লিক করতে হবে।
যেটি সিলেক্ট করা হয়েছে, তার উপর লং প্রেস করতে হবে। শেষমেশ ফাইল ম্যানেজারের পছন্দের জায়গায় সেভ ও ডাউনলোড করে নিতে হবে ছবিটি।
advertisement
আলাদা আলাদা অ্যান্ড্রয়েড ডিভাইজে এই পদ্ধতি একটু ভিন্ন হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই ফাইল ম্যানেজার (File Manager) খোলার পর স্ক্রিনের ডান দিকে WhatsApp মিডিয়া ফোল্ডার দেখা যাবে। সেখান থেকেই যাবতীয় কাজ করা যাবে। পছন্দের ছবি বা ভিডিও স্টেটাস থেকে সরাসরি সেভ হয়ে যাবে ফোনে।
উল্লেখ্য, এর আগে একটি নতুন ফিচার এনেবল করেছে WhatsApp। এই নতুন ফিচারের হাত ধরে এখন থেকে Facebook স্টোরিজের মতো WhatsApp স্টেটাসও শেয়ার করা যেতে পারে।
Location :
First Published :
April 20, 2021 12:09 PM IST