গুগল মিটের মতো হোয়াটসঅ্যাপেও এবার কল লিঙ্ক! কী সুবিধা পাবেন ইউজাররা? জানুন

Last Updated:

WhatsApp: এই নতুন ফিচারে হবে সব সমস্যার সমাধান। গুগল মিটের মতোই পাওয়া যাবে সুবিধা। জানুন

#নয়া দিল্লি:  বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এবার হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে আরও একটি নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ লঞ্চ করতে চলেছে কল লিঙ্কস নামের একটি নতুন ফিচার। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা কল স্টার্ট করতে পারবেন যেমন, তেমনই আবার আগে থেকেই শুরু হওয়া কলে জয়েনও করতে পারবেন। হোয়াটসঅ্যাপের তরফে ট্যুইটারে নতুন এই ফিচার সম্পর্কে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপের কল ট্যাবের মধ্যে এই কল লিঙ্ক অপশন যুক্ত করা হবে। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের ইউজাররা অডিও এবং ভিডিও কলের লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। এই লিঙ্ক অন্যান্য প্ল্যাটফর্মেও খুব সহজেই শেয়ার করা যাবে।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে যে, এই সপ্তাহের শেষেই নতুন এই ফিচার লঞ্চ করা হবে। কিন্তু নতুন এই ফিচার ব্যবহার করার জন্য ইউজারদের হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সন ব্যবহার করতে হবে। মার্ক জুকারবার্গের একটি ফেসবুক পোস্ট অনুযায়ী হোয়াটসঅ্যাপের কল লিঙ্কস ফিচার নিয়ে আসা হচ্ছে কারণ ইউজাররা এর মাধ্যমে একটি লিঙ্ক তৈরি করতে পারবেন। সেই লিঙ্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে পারবেন তাঁরা।
advertisement
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে কলের লিঙ্কে ক্লিক করে গুগল মিটের মতো অন্যদের সঙ্গে খুব সহজেই যুক্ত হওয়া যাবে। এই কল লিঙ্ক তৈরি করার জন্য ইউজারদের কল ট্যাবের মধ্যে ক্রিয়েট কল লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে অডিও এবং ভিডিও কলের জন্য একটি লিঙ্ক তৈরি করা সম্ভব। এই লিঙ্ক তৈরি করে বন্ধু এবং পরিবারের সঙ্গে সেটি শেয়ার করা সম্ভব।
advertisement
advertisement
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সবথেকে গুরুত্বপূর্ণও বিষয় হল ইউজারদের ক্রিয়েট করা লিঙ্কে সেই সকল মানুষও যুক্ত হতে পারেন, যাঁদের ফোন নম্বর ইউজাদের ফোনে সেভ করা নেই। হোয়াটসঅ্যাপে একসঙ্গে ৩২ জন ভিডিও কলে যুক্ত পারবেন। এর জন্য ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেওয়া হয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপের ভয়েস কলে একসঙ্গে ৩২ জন যুক্ত হতে পারে। হোয়াটসঅ্যাপের এই সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটি ডিভাইসেই উপলব্ধ।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
গুগল মিটের মতো হোয়াটসঅ্যাপেও এবার কল লিঙ্ক! কী সুবিধা পাবেন ইউজাররা? জানুন
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement