OPPO-র ফোন কিনবেন ভাবছেন? তাহলে এটাই সেরা সময়! চলছে ফেস্টিভ অফার!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
OPPO Festive Offer 2022: OPPO নিয়ে এসেছে তাদের ওপো ফেস্টিভ অফার ২০২২। এই অফারে বিভিন্ন ধরনের ফোন, ট্যাবলেট, ইয়ারফোন এবং অন্যান্য প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে
#নয়া দিল্লি: OPPO নিয়ে এসেছে তাদের ওপো ফেস্টিভ অফার ২০২২। এই অফারে বিভিন্ন ধরনের ফোন, ট্যাবলেট, ইয়ারফোন এবং অন্যান্য প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়ে। এই অফার পাওয়া যাচ্ছে ওপো স্টোর এবং জনপ্রিয় অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনে। এক নজরে দেখে নেওয়া যাক কী কী অফার পাওয়া যাচ্ছে।
অ্যামাজনে পাওয়া যাচ্ছে এই অফার -
- ওপো এ৫৪ ফোনের উপরে পাওয়া যাচ্ছে ফ্ল্যাট ১০ শতাংশ ছাড়।
- ওপো এফ সিরিজের ফোনের উপরে পাওয়া যাচ্ছে ৬ মাসের নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।
advertisement
- ওপো এফ২১ প্রো সিরিজের ফোনের উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই ফোনে এক্সচেঞ্জের মাধ্যমে পাওয়া যাচ্ছে অতিরিক্ত ২০০০ টাকার ছাড়। ওপো এ৭৭ ফোনে এক্সচেঞ্জের উপরে পাওয়া যাচ্ছে ১৫০০ টাকার ছাড় এবং ওপো এ৫৭ ফোনের এক্সচেঞ্জের উপরে পাওয়া যাচ্ছে ১০০০ টাকার ছাড়।
advertisement
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্ডের মাধ্যমে অ্যামাজনে ওপো ফোনের উপরে পাওয়া যাচ্ছে ১০ শতাংশ ছাড়।
অফলাইনে পাওয়া যাচ্ছে এই অফার -
- ওপো এফ সিরিজের ফোনের উপরে পাওয়া যাচ্ছে ৬ মাসের নো-কস্ট ইএমআইয়ের সুবিধা। ওপো এ সিরিজের ফোনের উপরে পাওয়া যাচ্ছে ৩ মাসের নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।
- পে নাথিং অফারের মাধ্যমে গ্রাহকেরা ওপোর ফোন কিনলে তাদের কোনও ডাউন পেমেন্ট দিতে হবেনা।
advertisement
- রেনো ৮ সিরিজের ফোন, এফ২১ সিরিজের ফোন, এ৭৭ ফোন এবং এ৫৭ ফোনের উপরে গ্রাহকেরা পেয়ে যাবে ৩০০০ টাকার এক্সচেঞ্জ অফার।
ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই অফার -
- ওপো কে১০ ফোনের ৬ জিবি মডেল এবং ওপো কে১০ ৫জি ফোনের ৮ জিবি মডেলের উপরে পাওয়া যাচ্ছে ১৫০০ টাকার ছাড়।
advertisement
- ওপো এফ১৯ প্রো প্লাস ফোনের উপরে পাওয়া যাচ্ছে ২০০০ টাকার ছাড়।
- রেনো ৮ প্রো ফোনের উপরে পাওয়া যাচ্ছে ৪০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং রেনো ৮ ফোনের উপরে পাওয়া যাচ্ছে ৩০০০ টাকার এক্সচেঞ্জ অফার।
- ওপো এফ২১ প্রো ফোনের উপরে পাওয়া যাচ্ছে ২০০০ টাকার এক্সচেঞ্জ অফার।
- আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০০০ টাকার উপরে কেনাকাটার উপরে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।
advertisement
- ওপো এনকো বাড পাওয়া যাচ্ছে ১৪৯৯ টাকায়, ওপো এনকো বাড ২ পাওয়া যাচ্ছে ১৭৯৯ টাকায়, ওপো এনকো এয়ার ২ পাওয়া যাচ্ছে ১৯৯৯ টাকায় এবং ওপো এনকো এক্স২ পাওয়া যাচ্ছে ৯৯৯৯ টাকায়।
- ওপো প্যাড এয়ারে পাওয়া যাচ্ছে ২০০০ টাকার ছাড়। এর ফলে এটি পাওয়া যাচ্ছে ১৪৯৯৯ টাকায়। এছাড়াও আইসিআইসিআই ও অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাচ্ছে অতিরিক্ত ১৫০০ টাকার ছাড়।
advertisement
- রেনো, এফ সিরিজ এবং এ সিরিজের ফোনের উপরে পাওয়া যাচ্ছে ৩ মাসের জন্য নো-কস্ট ইএমআইয়ের সুবিধা।
- ওপো ওয়াচে পাওয়া যাচ্ছে ৫০ শতাংশ ছাড়। এর ফলে এটি পাওয়া যাচ্ছে ২৯৯৯ টাকায়।
view commentsLocation :
First Published :
September 27, 2022 11:42 PM IST