WhatsApp- এ লুকিয়ে রাখুন গোপন ছবি! চ্যাটেই রয়েছে সেই উপায়! নির্ভয়ে ফোন দিয়ে দিন অন্যের হাতে

Last Updated:

WhatsApp: নিজেদের ফোনের গ্যালারিতে ফটো সেভ করা বন্ধ করা যেতে পারে এবং সেগুলি WhatsApp-এর চ্যাটেই লুকিয়ে রাখা যেতে পারে।

WhatsApp: বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে WhatsApp-এর অসংখ্য ইউজার। অনেকেই বছরের পর বছর ধরে WhatsApp ব্যবহার করে থাকলেও, এখনও এমন অনেক ইউজার আছেনঁন যারা জানে না যে WhatsApp-এ থাকা ফটোগুলি সেই অ্যাপেই লুকিয়ে রাখা যেতে পারে। অর্থাৎ নিজেদের ফোনের গ্যালারিতে সেই ফটো সেভ করা বন্ধ করা যেতে পারে এবং সেগুলি WhatsApp-এর চ্যাটেই লুকিয়ে রাখা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
WhatsApp হল এমন একটি অ্যাপ যা বর্তমান সময়ে প্রায় সবার ফোনেই রয়েছে। এর ফলে বিভিন্ন ধরনের বার্তা পাঠানোর কাজ অনেক অনেক সহজ হয়ে গিয়েছে। WhatsApp-এর মাধ্যমে ইউজাররা যে কোনও জায়গা থেকে লাইভ লোকেশন পাঠাতে পারেন এবং বিভিন্ন ফটো, ভিডিও পাঠাতে পারেন। WhatsApp-এর ফটো শেয়ারিং ফিচার ইউজারদের গ্রুপ এবং ব্যক্তিগত চ্যাটে একাধিক ছবি শেয়ার করতে দেয়।
advertisement
আরও পড়ুন:
advertisement
WhatsApp-এর মাধ্যমে বন্ধুদের গ্রুপে বিভিন্ন ধরনের ছবি শেয়ার করা হয়। এমন পরিস্থিতিতে অনেক সময় পরিবারের সদস্যদের হাতেও ফোন চলে যায়। প্রায়শই ইউজাররা যখন একসঙ্গে ছবি তোলেন, তখন ফোনটি অন্যের হাতে দিতে হয়। এমন অবস্থায় ব্যক্তিগত ছবি অন্য কারও হাতে পড়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এর জন্য খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। এর কারণ হল ইউজাররা নিজেদের চ্যাটের ফটোগুলিকে ফোনের গ্যালারিতে সেভ করা বন্ধ করতে পারেন।
advertisement
এর জন্য প্রথমেই WhatsApp ওপেন করতে হবে। এরপর More Options-এ যেতে হবে। এরপর Settings-এ গিয়ে Chats অপশন সিলেক্ট করতে হবে। এখানে ইউজাররা Media Visibility অপশন পাবেন। ইউজারদের সেটি বন্ধ করতে হবে। এরপর কোনও ছবি ফোনের গ্যালারিতে সেভ হবে না এবং এটি শুধুমাত্র WhatsApp-এ লুকানো থাকবে।
আরও পড়ুন:
ইউজাররা যে কোনও একটি চ্যাট বা গ্রুপের মিডিয়াও বন্ধ করতে পারে –
এর জন্য ইউজারদের প্রথমেই একটি চ্যাট বা গ্রুপ ওপেন করতে হবে। এরপর More Options-এ যেতে হবে। এরপর View Contact বা Group Info অপশনে যেতে হবে। এরপর Media Visibility অপশনে যেতে হবে। এরপর No সিলেক্ট করে, OK অপশনে ক্লিক করতে হবে। ইউজাররা যখন একটি মিডিয়া ফাইল ডাউনলোড করেন, এটি স্বয়ংক্রিয়ভাবে তাঁদের ফোনের গ্যালারিতে সেভ হয়৷ কারণ Media Visibility অপশন ডিফল্টরূপে চালু থাকে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp- এ লুকিয়ে রাখুন গোপন ছবি! চ্যাটেই রয়েছে সেই উপায়! নির্ভয়ে ফোন দিয়ে দিন অন্যের হাতে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement