গাড়ি ঝকঝকে করা যায় বাড়িতেই! দীপাবলির আগে ছোট্ট টিপস, দারুণ কাজে লাগবে
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Suman Majumder
Last Updated:
Car wash at home: বাড়িতে যাঁরা গাড়ি পরিষ্কার করতে চান, তাঁদের জন্য এই টিপস।
কলকাতা: সারা দেশেই এখন দীপাবলির তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এই সময় অনেকেই ঘর পরিষ্কার করা থেকে শুরু করে ঘরকে নতুনের মতো সাজিয়ে তোলেন।
কেউ কেউ আবার নতুন যানবাহনও কেনেন। তবে বাড়িতে যাঁরা গাড়ি পরিষ্কার করতে চান দীপাবলির প্রাক্কালে, তাঁদের জন্য আজ আমরা কয়েকটি টিপস বলে দেব। এর সাহায্যে গাড়ি পরিষ্কার করলে পুরনো গাড়িই নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।
প্রথমেই মাথায় রাখতে হবে গাড়িকে নতুনের মতো ঝকঝকে করে তুলতে নিয়মিত গাড়ি ধোয়া প্রয়োজন। পরিষ্কার গাড়ি যেমন আমাদের আত্মবিশ্বাসকে মজবুত করে তেমনই এটি গাড়ির সার্ভিসিংকেও ভাল রাখে।
advertisement
advertisement
আরও পড়ুন- অডিও রেকর্ডিং-এ অনেক অবাঞ্ছিত শব্দ পাচ্ছেন! এই একটি টুল করে দিতে পারে সমাধান
গাড়ির জন্য বিশেষ সোপ ব্যবহার
সাধারণত গাড়ির জন্য বাজারচলতি কিছু সোপ পাওয়া যায়। গাড়ি পরিষ্কার করতে হলে এগুলিকেই ব্যবহার করা উচিত, এতে গাড়ির রঙ ভাল থাকে। অন্যান্য সাবান গাড়ির রঙের ক্ষতি করে দিতে পারে।
advertisement
ওপর থেকে গাড়ি পরিষ্কার
অনেকেই গাড়ির যে কোনও একটি অংশ থেকেই গাড়ি পরিষ্কার করা শুরু করেন, যেটি একেবারেই ভুল। সর্বদা গাড়িকে ওপর থেকে যেমন গাড়ির ছাদ, উইন্ড শিল্ড ইত্যাদি থেকে ধোয়া উচিত। কখনওই প্রখর রোদে গাড়ি ধোয়া ঠিক নয়।
বিভিন্ন আকারের ব্রাশ ব্যবহার করা
গাড়ি ধুতে প্রয়োজন অনুসারে সর্বদা বিভিন্ন আকারের ব্রাশ ব্যবহার করা উচিত। এতে গাড়ির রঙ ও অন্যান্য অংশ ভাল থাকে।
advertisement
কার্পেট ও অন্যান্য অংশ
গাড়ির কার্পেট ও অন্যান্য অংশ ধুতে সর্বদা সতর্ক থাকা উচিত। এর জন্যও বিভিন্ন আকারের ব্রাশ ব্যবহার করা উচিত।
আরও পড়ুন- ১০০X টেলিফটো ক্যামেরা, ১ TB স্টোরেজ, ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 12 5G!
স্পর্শকাতর পার্টস
গাড়িতে এমন অনেক স্পর্শকাতর অংশ থাকে যাতে একেবারেই জল লাগানো বা জোড়ে ঘষা উচিত নয়। এই বিষয়গুলি গাড়ি ধোয়ার সময় মাথায় রাখতে হবে।
advertisement
জলের ব্যবহার
গাড়ি ধুতে অনেকেই বারে বারে একই জল ব্যবহার করেন। এতে কিন্তু ধুলো গুলে থাকা জল রঙের ক্ষতি করে দিতে পারে। তাই এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত। সর্বদা পরিষ্কার জলে গাড়ি ধোয়া উচিত।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Nov 04, 2023 11:09 PM IST








