Audio Recording: অডিও রেকর্ডিং-এ অনেক অবাঞ্ছিত শব্দ পাচ্ছেন! এই একটি টুল করে দিতে পারে সমাধান

Last Updated:

Adobe-এর Podcast এমনই একটি সহজ-ব্যবহারযোগ্য টুল যা যেকোনও অডিও ফাইল আপলোড করে এডিট করতে দেয় বিনামূল্যে।

অডিও রেকর্ডিং-এ অনেক অবাঞ্ছিত শব্দ পাচ্ছেন! এই একটি টুল করে দিতে পারে সমাধান
অডিও রেকর্ডিং-এ অনেক অবাঞ্ছিত শব্দ পাচ্ছেন! এই একটি টুল করে দিতে পারে সমাধান
উন্নত প্রযুক্তির দৌলতে এখন সকলের হাতে হাতে রয়েছে ভিডিও এবং অডিও রেকর্ডার। তাই সকলেই চান নিজের কণ্ঠস্বর বা অন্য কোনও আকর্ষণীয় বিষয়বস্তু রেকর্ড করে অন্যকে চমকে দিতে।
সোশ্যাল মিডিয়ার দৌলতে এই সব বিষয় এখন খুবই সহজ। কিন্তু প্রায়ই দেখা যায়, প্রাথমিক ভাবে অডিও রেকর্ড করার সময় ‘খুব ভাল হয়েছে’ বলে মনে হলেও শান্ত পরিবেশে ওই রেকর্ডিং শুনলে বোঝা যায়, ব্যকগ্রাউন্ডে ঝিরঝিরে শব্দ বা noise রয়েছে।
তবে এই সবই কাটিয়ে ওঠা সম্ভব AI-এর সাহায্যে। Adobe-এর Podcast এমনই একটি সহজ-ব্যবহারযোগ্য টুল যা যেকোনও অডিও ফাইল আপলোড করে এডিট করতে দেয় বিনামূল্যে।
advertisement
advertisement
সাধারণ মাইক্রোফোনও হবে আসাধারণ—
Adobe Podcast-এর দু’টি সংস্করণ পাওয়া যায়। বিনামূল্য বা প্রিমিয়াম। দু’টি সংস্করণই বেশ ভাল বলে জানা যায়। সাধারণত ভিডিও বা অডিও ক্লিপে প্রচুর ডিজিটাল নয়েজ থাকে। তা পেশাদার ক্ষেত্রে শুনতে ভাল লাগে না।
advertisement
সেক্ষেত্রে এই টুল ব্যবহার করা যেতে পারে। এমনকী ভিডিও ক্লিপের ক্ষেত্রে আলাদা করে অডিও ক্লিপটি থেকে নয়েজ সরিয়ে ফেলাও সম্ভব।
অনেকেই Adobe Premiere Pro-এর বিল্ট-ইন DeNoiser প্লাগইন ব্যবহার করেন। কিন্তু এটি তার থেকে ভাল কাজ করে।
অনেক সময় মাইক্রোফোনে রেকর্ড করার সময় মুখ নিঃসৃত হাওয়া এক ধরনে শ্রুতিকটু শব্দ তোলে। সেগুলিও খুব সুন্দর করে মুছে ফেলতে পারে Adobe Podcast।
advertisement
বিনামূল্য বা প্রিমিয়াম—
যেকোনও মানুষ প্রাথমিক ভাবে Adobe Podcast-এর বিনামূল্য সংস্করণটিই ব্যবহার করতে পারেন। কারণ, এই ভার্সনে এমন কিছু ফিচার রয়েছে, যা অডিও সংক্রান্ত বেশিরভাগ সমস্যার সমাধান করে দিতে পারে। এমনকী পেশাদার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে। তবে এটি ৩০ মিনিট পর্যন্ত অডিও সংশোধন করার ক্ষমতা রাখে।
তবে কেউ খুব বড় কোনও অডিও সমস্যার সমাধান করতে চাইলে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে প্রায় ৪ ঘন্টার অডিও ক্লিপ এডিট করা সম্ভব। প্রিমিয়াম ভার্সনের জন্য মাসিক মূল্য দিতে হবে। প্রাথমিক ভাবে এই প্রিমিয়াম ভার্সন ব্যবহারকারীকে সন্তুষ্ট করতে পারছে কিনা, তা যাচাই করার সুযোগও মিলবে। ৩০-দিনের বিনামূল্য ট্রায়াল ব্যবহার করা যেতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Audio Recording: অডিও রেকর্ডিং-এ অনেক অবাঞ্ছিত শব্দ পাচ্ছেন! এই একটি টুল করে দিতে পারে সমাধান
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement