YouTube: ‘বিজ্ঞাপণ’ নিয়ে এ কী জানাল YouTube! বিশ্বব্যাপী এই পদক্ষেপ নিতে চলেছে সংস্থা
Last Updated:
ইউটিউবে অ্যাড ব্লকারদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে।
advertisement
দ্য ভার্জকে দেওয়া এক বিবৃতিতে, গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন জানিয়েছেন যে, "বিজ্ঞাপন ব্লকার শনাক্তকরণ নতুন নয় এবং অন্যান্য প্ল্যাটফর্মও নিয়মিত দর্শকদের বিজ্ঞাপন ব্লকারগুলিকে নিষ্ক্রিয় করতে বলে৷ YouTube-এর বিজ্ঞাপন-সমর্থিত মডেল নির্মাতাদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেমকে সমর্থন করে এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে বিজ্ঞাপন সহ বিনামূল্যে বিভিন্ন কনটেন্টে অ্যাক্সেস প্রদান করে।” সুতরাং ইউটিউবে অ্যাড ব্লকারদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বিগত কয়েক বছরে, ইউটিউব বিজ্ঞাপন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। কখনও কখনও, মোবাইল ব্যবহারকারীদের ভিডিও লোড হওয়ার আগে তাঁদের YouTube প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে একাধিক অযাচিত বিজ্ঞাপন দেখতে হয়। টিভিতে, YouTube অ্যাপ বিরতির সময় একাধিক বিজ্ঞাপন বিভাগ দেখায় এবং ব্যবহারকারীদের ৩০-সেকেন্ড-দীর্ঘ বিজ্ঞাপনের মধ্য দিয়ে যেতে বাধ্য করে।
advertisement