আর ক’টা দিনের অপেক্ষা, বাজারে আসছে Vivo-র X200 Series! দুর্দান্ত ফিচার্স

Last Updated:

নতুন এই সিরিজের লাইন-আপে রয়েছে Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini। যদিও Vivo X200 সিরিজের অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

News18
News18
কলকাতা: গত মাসেই চিনে নিজেদের নতুন X200 সিরিজ লঞ্চ করেছে Vivo। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, সারা বিশ্বব্যাপী বাজারেও এই স্মার্টফোন লঞ্চ করতে ইতিমধ্যেই প্রস্তুত সংশ্লিষ্ট সংস্থা। নতুন এই সিরিজের লাইন-আপে রয়েছে Vivo X200, X200 Pro এবং X200 Pro Mini। যদিও Vivo X200 সিরিজের অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি ফাঁস হওয়া নতুন এক তথ্য থেকে জানা যাচ্ছে যে, পরের মাসের দিকেই ভারতে আসতে পারে এই স্মার্টফোন।
সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে জানা যাচ্ছে যে, ভারতে সব কটা অর্থাৎ চারটি মডেলই লঞ্চ না করার সিদ্ধান্ত নিয়েছে Vivo। আসলে ভারতীয় বাজারের জন্য X200 Pro Mini মডেল লঞ্চ করবে না ওই সংস্থা। 91 Mobiles-এর তরফে এসেছে বিস্তারিত তথ্য। যেখানে বলা হয়েছে যে, ভারতে ডিসেম্বরে X200 এবং Vivo X200 Pro আনবে Vivo।
advertisement
আরও পড়ুন- কেকেআর নিলামে নিচ্ছে ৫ ভারতীয় ব্যাটারকে! নাম জানলে খুশিতে আত্মহারা হবে ফ্যানেরা
এই দেশে X200 Pro Mini ভার্সন স্কিপ করবে তারা। যদিও এই জল্পনা কি আদৌ সত্যি, সেই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আগামী মাসের মধ্যেই অবশ্য সেটা স্পষ্ট হয়ে যাবে।
advertisement
X200 সিরিজে থাকবে Zeiss Optics সেন্সর এবং তা MediaTek ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে। দেখে নেওয়া যাক, X200 এবং X200 Pro মডেলে কী কী ফিচার থাকতে চলেছে।
advertisement
Vivo X200:
Vivo X200-এ থাকতে চলেছে Zeiss Natural Colour সাপোর্ট-সহ ৬.৬৭ ইঞ্জি ১০-বিট OLED LTPS কোয়াড-কার্ভড ডিসপ্লে। যা ফ্লিকার রিডাকশনের জন্য হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিংয়ের সুবিধা প্রদান করবে। সেই সঙ্গে ৪৫০০ নিটস দারুণ উজ্জ্বলতার সুবিধাও দেবে। Dimensity 9400 চিপসেটের মাধ্যমে চলবে এই ফোন।
আরও পড়ুন- নিলামে দর ওঠে কোটি-কোটি টাকা, কিন্তু আইপিএলে প্লেয়াররা হাতে পায় কত?
এছাড়া ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে অন্যতম হল – একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। স্পষ্ট সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। সেই সঙ্গে এই ফোনে রয়েছে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫৮০০ mAh ব্যাটারি।
advertisement
Vivo X200 Pro:
Vivo X200 Pro-এ রয়েছে আরও একটু বড় অর্থাৎ ৬.৭৮ ইঞ্চি স্ক্রিন। বেস ভ্যারিয়েন্টে রয়েছে ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। এছাড়া ৪৫০০ নিটসের পিক ব্রাইটনেসের সুবিধাও মিলবে। ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের জন্য এই ভার্সনটিতে রয়েছে MediaTek Dimensity 9400 SoC।
এছাড়া ফোনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর মধ্যে অন্যতম হল – একটি ৫০ মেগাপিক্সেল Sony LYT-818 সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২০০ মেগাপিক্সেল Zeiss APO টেলিফটো লেন্স। সেই সঙ্গে এই ফোনে রয়েছে ৯০ ওয়াট ওয়্যায়ার্ড চার্জিং সাপোর্ট-সহ ৬০০০ mAh ব্যাটারি।
advertisement
Vivo-র এই দুই ফোনই সম্প্রতি রিলিজ হওয়া লেটেস্ট Origin OS 5-এ চলবে। এর মধ্যে থাকবে এআই ক্ষমতা। এর মধ্যে অন্যতম হল Circle to Search-এর সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব ভার্সন এবং থাকবে ডায়নামিক আইল্যান্ডের মতো জিনিসও। যা Origin Island নামে পরিচিত। এর ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে FuntouchOS ভার্সন আউট অফ দ্য বক্স।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আর ক’টা দিনের অপেক্ষা, বাজারে আসছে Vivo-র X200 Series! দুর্দান্ত ফিচার্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement