KKR News: কেকেআর নিলামে নিচ্ছে ৫ ভারতীয় ব্যাটারকে! নাম জানলে খুশিতে আত্মহারা হবে ফ্যানেরা

Last Updated:
IPL 2025 Mega Auction KKR Eyes On This 5 Indian Batsman: ২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় ব্যাটার রয়েছে কেকেআরের র‍্যাডারে।
1/6
২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় ব্যাটার রয়েছে কেকেআরের র‍্যাডারে।
২৪ ও ২৫ নভেম্বর বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কোন কোন প্লেয়ারদের নিলাম থেকে নিতে পারে তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। সূত্রের খবর, ৫ ভারতীয় ব্যাটার রয়েছে কেকেআরের র‍্যাডারে।
advertisement
2/6
ভেঙ্কটেশ আইয়ার: কেকেআর আবার ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল নিলামে কিনতে পারে। আইপিএল 2024-এ, তিনি মিডল অর্ডারে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।  ২০২১ সাল থেকে কেকেআরে ছিলেন তিনি। নাইটদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় শতরানকারী তিনি। তাঁর ব্যাটিং-বোলিং দক্ষতার  জন্যই ফের তার জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেআর।
ভেঙ্কটেশ আইয়ার: কেকেআর আবার ভেঙ্কটেশ আইয়ারকে আইপিএল নিলামে কিনতে পারে। আইপিএল 2024-এ, তিনি মিডল অর্ডারে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ২০২১ সাল থেকে কেকেআরে ছিলেন তিনি। নাইটদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় শতরানকারী তিনি। তাঁর ব্যাটিং-বোলিং দক্ষতার জন্যই ফের তার জন্য নিলামে ঝাঁপাতে পারে কেকেআর।
advertisement
3/6
ঈশান কিশান: কেকেআরের যদি একজন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রয়োজন হয়, তাহলে ঈশান কিষান হতে পারেন দারুণ বিকল্প। তার বিস্ফোরক ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতা দলকে শক্তিশালী করতে পারে। এমনকী কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্প হতে পারে ঈশান কিশান।
ঈশান কিশান: কেকেআরের যদি একজন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রয়োজন হয়, তাহলে ঈশান কিষান হতে পারেন দারুণ বিকল্প। তার বিস্ফোরক ব্যাটিং এবং উইকেট কিপিং দক্ষতা দলকে শক্তিশালী করতে পারে। এমনকী কেকেআরের অধিনায়ক হিসেবে বিকল্প হতে পারে ঈশান কিশান।
advertisement
4/6
নীতিশ রানা: ২০১৮ সাল থেকে কেকেআরের ছিলেন নীতিশ রানা। প্রায় প্রতি বছর ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। ২০২৩ সালে অধিনাকত্বও করেছেন নীতিশ রানা। নিজেদের কোর টিমকে ধরে রাখতে ফের নীতি রানার জন্য বিড করতে পারে নাইটরা।
নীতিশ রানা: ২০১৮ সাল থেকে কেকেআরের ছিলেন নীতিশ রানা। প্রায় প্রতি বছর ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন তিনি। ২০২৩ সালে অধিনাকত্বও করেছেন নীতিশ রানা। নিজেদের কোর টিমকে ধরে রাখতে ফের নীতি রানার জন্য বিড করতে পারে নাইটরা।
advertisement
5/6
দীপক হুডা: ভারতীয় মারকাটারি ব্যাটার হিসেবে দীপক হুডাও টার্গেট হতে পারে কেকেআরে। আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করার রেকর্ড রয়েছে তাঁর। দল রিটেন না করলেও কেকেআরের জন্য ভাল বিকল্প হতে পারে কেকেআর।
দীপক হুডা: ভারতীয় মারকাটারি ব্যাটার হিসেবে দীপক হুডাও টার্গেট হতে পারে কেকেআরে। আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করার রেকর্ড রয়েছে তাঁর। দল রিটেন না করলেও কেকেআরের জন্য ভাল বিকল্প হতে পারে কেকেআর।
advertisement
6/6
আংক্রিশ রঘুবংশী: গতবার কেকেআরে ছিলেন আংক্রিশ রঘুবংশী। কয়েকটি ম্যাচে তার ব্যাটিং নজর কেড়েছিল। এবারও আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে রাখার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে নিলামে ফের রঘুবংশীকে টার্গেট করতে পারে কেকেআর।
আংক্রিশ রঘুবংশী: গতবার কেকেআরে ছিলেন আংক্রিশ রঘুবংশী। কয়েকটি ম্যাচে তার ব্যাটিং নজর কেড়েছিল। এবারও আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে রাখার সম্ভাবনা তৈরি হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। তবে নিলামে ফের রঘুবংশীকে টার্গেট করতে পারে কেকেআর।
advertisement
advertisement
advertisement