Inspiration: স্বপ্ন ইঞ্জিনিয়ারিং! বাবার পুরনো বাইকের ইঞ্জিন, জলের পাইপ, বোতল, পরীক্ষার বোর্ড দিয়ে নতুন বাহন তৈরি স্কুলপড়ুয়ার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Inspiration: বাবার পুরানো বাইকের ইঞ্জিন নিয়ে মাত্র দেড় মাসে আস্ত একটি বাইক বানিয়ে ফেলেছে রূপম সরকার।
সৌভিক রায়, বীরভূম : নতুন মডেলের বাইক বানিয়ে চমক লাগাল বিশ্বভারতীর একাদশ শ্রেণীর ছাত্র রূপম সরকার। ছোট থেকেই তার বাইক ও প্রযুক্তির প্রতি আলাদা টান এবং ভালবাসা। সেই ভালবাসা থেকেই একের পর এক যন্ত্র বানিয়ে ইতিমধ্যেই স্কুলের শিক্ষকদের নজরে এসেছিল। মাধ্যমিক পাশ করার পর বাইক তৈরির জেদ বেড়ে যায়। বাবার পুরনো বাইকের ইঞ্জিন খুলে নিয়ে নতুন আঙ্গিকে সে বাইক তৈরি করেছে। তার নিজের হাতে তৈরি বাইক এর নাম দিয়েছে ভেনম।
সেই বাইক চড়ে স্কুলে আসতেই সহপাঠী থেকে শিক্ষক সকলেই অবাক। রূপমের এই কাজে উৎসাহ দিয়েছেন স্কুলের শিক্ষকরা। তবে রূপম এখানেই থামতে রাজি নয়, তার লক্ষ্য চার চাকার গাড়ি তৈরি করার। এই কাজে মা ও বাবার পূর্ণ সমর্থন রয়েছে বলে সে জানিয়েছে । রূপমের বাড়ি বীরভূমের পাড়ুই থানার বাতিকার অঞ্চলে। বাবা ইন্দ্রনারায়ণ সরকার, মা মৌসুমী সরকার। বাবা গাড়ির ফাইনান্সের কাজে যুক্ত। কর্মসূত্রে ও রূপমের পড়াশোনার কারণে বর্তমানে তাদের ঠিকানা বোলপুর-শ্রীনিকেতন ব্লকের সুরুল গ্রামের পশ্চিমপাড়ায়।
advertisement
advertisement
ছোট থেকেই রূপম বিশ্বভারতীর ছাত্র। সেই সুবাদে সে ছবি আঁকার কাজে অত্যন্ত দক্ষ। বাইকের ছবি আঁকতে তার ছোট থেকেই ভাল লাগে। পাশাপাশি বিভিন্ন টেকনোলজির ব্যবহার করে মোবাইল চার্জার, রিমোট গাড়ি, মেয়েদের আত্মরক্ষার জন্য শকগান বানিয়ে সকলের নজর কেড়েছে সকলের। রূপমের বাইকের নাম ভেনম৷ জলের পাইপ, বোতল, পরীক্ষার বোর্ড দিয়ে বানানো এই বাইক ভালই চলছে পেট্রোলে ৷ সবাই বাইক দেখতে আসে, চাপতে চায়৷ রূপমের ইচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ।
advertisement
আরও পড়ুন : ব্লাড সুগারে কি কদবেলমাখা খাওয়া যায়? জানুন ডায়াবেটিসে কদবেল খেলে কী হয়
রূপমের মা মৌসুমী সরকার বলেন, “ছোট থেকেই পড়ে থাকা জিনিসপত্র দিয়ে নাড়াঘাঁটা, কিছু বানানোর চেষ্টা করত ৷ এই বাইক বানানোর সময় মডেল কেমন হবে, স্কেচ করে আমাকে দেখাত। জানতে চাইত কেমন লাগছে। আমি এত বুঝি না তাও দেখে বলতাম এটা কর, ওটা কর ৷ এখন ওর বাইক দেখে সবাই খুশি। সবাই সওয়ার হতে চায়।”
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 2:04 PM IST