Diabetes Control Tips: ব্লাড সুগারে কি কদবেলমাখা খাওয়া যায়? জানুন ডায়াবেটিসে কদবেল খেলে কী হয়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Diabetes Control Tips: সর্ষের তেল, নুন, লঙ্কা, চিনি দিয়ে মাখা কদবেল শীতের রোদে বসে খাওয়ার মজাই আলাদা৷ স্বাদের পাশাপাশি টক-ঝাল-মিষ্টি এই ফলের স্বাস্থ্যগুণও প্রচুর৷
ফলের বাজারে এখন ঢেলে বিক্রি হচ্ছে কদবেল বা কয়েৎবেল৷ সর্ষের তেল, নুন, লঙ্কা, চিনি দিয়ে মাখা কদবেল শীতের রোদে বসে খাওয়ার মজাই আলাদা৷ স্বাদের পাশাপাশি টক-ঝাল-মিষ্টি এই ফলের স্বাস্থ্যগুণও প্রচুর৷ দেশজ এই ফলের পুষ্টিগুণ নিয়ে সংবাদমাধ্যমে বলেছেন পুষ্টিবিদ হরি লক্ষ্মী৷
দেখুন ডায়েটে নিয়মিত কদবেল থাকলে কী কী উপকার হয়
রক্তচাপও নিয়ন্ত্রিত থাকে কদবেলের গুণে৷ তাছাড়া পাইলস এবং আলসারের সমস্যাও বশে থাকে৷ ভিটামিন সি সমৃদ্ধ কদবেল খেলে ত্বক ভাল লাগে৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷ হরমোনজনিত সমস্যাও দূর হয় কদবেলের বৈশিষ্ট্যে৷ ক্যানসার সংক্রান্ত আশঙ্কাকে প্রতিহত করে৷ অরুচি দূর করে খিদে পাওয়ার প্রবণতা ফিরিয়ে আনে এই ফল৷ আয়রনের যোগান বজায় রেখে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে কদবেলের গুণ৷
advertisement
advertisement
কদবেলের খাদ্যগুণ ট্যানিন ডায়রিয়া, আমাশয় সমস্যা নিয়ন্ত্রণ করে৷ এর ফাইবার দূর করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা৷ কিডনির সুস্বাস্থ্য বজায় থাকে কদবেলের গুণে৷ শক্তিশালী হয় স্নায়ু৷ লো গ্লাইসেমিক ইনডেক্সের জন্য কদবেল রাখা যেতে পারে ডায়াবেটিস রোগীদের ডায়েটেও৷ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে কদবেল৷ লিভার ও হার্টের স্বাস্থ্যও বজায় রাখে এই ফলের গুণ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 12:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diabetes Control Tips: ব্লাড সুগারে কি কদবেলমাখা খাওয়া যায়? জানুন ডায়াবেটিসে কদবেল খেলে কী হয়