Diabetes Control Tips: ব্লাড সুগারে কি কদবেলমাখা খাওয়া যায়? জানুন ডায়াবেটিসে কদবেল খেলে কী হয়

Last Updated:

Diabetes Control Tips: সর্ষের তেল, নুন, লঙ্কা, চিনি দিয়ে মাখা কদবেল শীতের রোদে বসে খাওয়ার মজাই আলাদা৷ স্বাদের পাশাপাশি টক-ঝাল-মিষ্টি এই ফলের স্বাস্থ্যগুণও প্রচুর৷

স্বাদের পাশাপাশি টক-ঝাল-মিষ্টি এই ফলের স্বাস্থ্যগুণও প্রচুর
স্বাদের পাশাপাশি টক-ঝাল-মিষ্টি এই ফলের স্বাস্থ্যগুণও প্রচুর
ফলের বাজারে এখন ঢেলে বিক্রি হচ্ছে কদবেল বা কয়েৎবেল৷ সর্ষের তেল, নুন, লঙ্কা, চিনি দিয়ে মাখা কদবেল শীতের রোদে বসে খাওয়ার মজাই আলাদা৷ স্বাদের পাশাপাশি টক-ঝাল-মিষ্টি এই ফলের স্বাস্থ্যগুণও প্রচুর৷ দেশজ এই ফলের পুষ্টিগুণ নিয়ে সংবাদমাধ্যমে বলেছেন পুষ্টিবিদ হরি লক্ষ্মী৷
দেখুন ডায়েটে নিয়মিত কদবেল থাকলে কী কী উপকার হয়
রক্তচাপও নিয়ন্ত্রিত থাকে কদবেলের গুণে৷ তাছাড়া পাইলস এবং আলসারের সমস্যাও বশে থাকে৷ ভিটামিন সি সমৃদ্ধ কদবেল খেলে ত্বক ভাল লাগে৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়৷ হরমোনজনিত সমস্যাও দূর হয় কদবেলের বৈশিষ্ট্যে৷ ক্যানসার সংক্রান্ত আশঙ্কাকে প্রতিহত করে৷ অরুচি দূর করে খিদে পাওয়ার প্রবণতা ফিরিয়ে আনে এই ফল৷ আয়রনের যোগান বজায় রেখে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে কদবেলের গুণ৷
advertisement
advertisement
কদবেলের খাদ্যগুণ ট্যানিন ডায়রিয়া, আমাশয় সমস্যা নিয়ন্ত্রণ করে৷ এর ফাইবার দূর করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা৷ কিডনির সুস্বাস্থ্য বজায় থাকে কদবেলের গুণে৷ শক্তিশালী হয় স্নায়ু৷ লো গ্লাইসেমিক ইনডেক্সের জন্য কদবেল রাখা যেতে পারে ডায়াবেটিস রোগীদের ডায়েটেও৷ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে কদবেল৷ লিভার ও হার্টের স্বাস্থ্যও বজায় রাখে এই ফলের গুণ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diabetes Control Tips: ব্লাড সুগারে কি কদবেলমাখা খাওয়া যায়? জানুন ডায়াবেটিসে কদবেল খেলে কী হয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement