Google, Play Games: গেম খেলতে ভালবাসেন? সুখবর, এবার গেম খেলার মজা বড় পর্দাতে! নতুন ফিচার আনছে Google
- Published by:Ankita Tripathi
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আসলে এই সপ্তাহেই Play Games বিটা ভার্সন আনতে চলেছে Google। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এর ফলে নিজেদের ফোন, ট্যাবলেট, ক্রোমবুক এমনকী PC-তেও গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা।
ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, এমন গেমপ্রেমীদের জন্য দারুন খবর। কারণ এবার বড় পর্দায় গেম খেলার মজা উপভোগ করতে পারবেন তাঁরা। আসলে এই সপ্তাহেই Play Games বিটা ভার্সন আনতে চলেছে Google। সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, এর ফলে নিজেদের ফোন, ট্যাবলেট, ক্রোমবুক এমনকী PC-তেও গেম খেলতে পারবেন ব্যবহারকারীরা।
এখানেই শেষ নয়, সুখবর এখনও বাকি! কারণ Google আরও জানিয়েছে যে, বর্তমানে ইংরাজি এবং হিন্দি উভয় ভাষাতেই গেম খেলা যাবে। তবে অদূর ভবিষ্যতে আরও ভাষা যোগ হবে।চলতি মাসে ভারতের প্রায় ৬০টি নতুন অঞ্চলেPlay Games on PC beta চালু হচ্ছে।
একটি ব্লগ পোস্টে সংস্থার তরফে জানানো হয়েছে যে, Google Play Games on PC-র সাহায্যে গেমপ্রেমীরা মোবাইল গেমগুলি সহজেই নিজেদের PC-তে ব্রাউজ, ডাউনলোড এমনকী খেলতেও পারবেন। এর ফলে নানা রকম সুবিধা পেতে চলেছেন তাঁরা। কীরকম? এতে বড় স্ক্রিনে খেলার অভিজ্ঞতা উপভোগ তো করা যাবেই। তার সঙ্গে মাউস এবং কি-বোর্ড ইনপুটের সুবিধাও পেয়ে যাবেন তাঁরা।
advertisement
advertisement
আর এই ফিচারের সেরা দিক হল, ব্যবহারকারীরা যে কোনও ডিভাইসে নিজের গুগল অ্যাকাউন্ট দিয়েই সাইন ইন করতে পারবেন। আর অন্য ডিভাইসে গেম যেখানে শেষ করেছিলেন, নতুন ডিভাইসে আবার সেখান থেকেই খেলা শুরু করতে পারবেন। যা সত্যিই গেমপ্রেমীদের জন্য ভীষণই সুবিধাজনক।
advertisement
Google জানিয়েছে যে, এই গেমগুলি PC-তে চালানোর জন্য ন্যূনতম প্রয়োজনীয় কিছু বিষয় সংশোধন করা হয়েছে। ফলে আরও বেশি পরিমাণ ব্যবহারকারী বড় পর্দায় গেমের মজা উপভোগ করতে পারবেন।
প্রয়োজনীয় বিষয়গুলি কী কী?
ওএস: Windows 10 অথবা তার পরবর্তী ভার্সন
স্টোরেজ: ১০ জিবি এসএসডি স্পেস
গ্রাফিক্স: Intel UHD Graphics 630 অথবা তার সমান
advertisement
সিপিইউ: ৪ ফিজিক্যাল কোর ইউনিট
র্যাম: ৮ জিবি
Windows অ্যাডমিন অ্যাকাউন্ট
হার্ডওয়্যার ভার্চুয়ালাইজেশন এনেবলড হতে হবে
যেসব PC-তে এই সব মানদণ্ড রয়েছে, সেই সব PC-তে Play Games বিটা ডাউনলোড করা যাবে। Google-এর দাবি, Play Games বিটা সার্ভিস ইতিমধ্যেই শতাধিক গেমকে সার্পোট করে। এমনকী Ludo King, Hitwicket Games-সহ ভারতীয় ডেভেলপারদের গেমগুলিও সার্পোট করবে।
advertisement
এছাড়াও সংস্থার তরফে পরবর্তী কালে এই বিটা ভার্সনে আরও অনেক গেম যোগ করা হবে। যদিও বিটা ভার্সনে কিছু পারফরমেন্স সংক্রান্ত সমস্যা হতে পারে, তবে ফিউচার আপডেটের মাধ্যমে তার সমাধান করা যাবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 9:00 PM IST