Goolge, Youbute! সাদা চোখে ধরতে পারবেন না, ইন্টারনেটে লোক ঠকানোর নতুন ফাঁদ

Last Updated:

online fraud: বানানে সামান্য পার্থক্য। চোখ-কান খোলা রেখে ইন্টারনেট ব্যবহার না করলেই বিরাট বিপদ।

কলকাতা: আমরা কি কেউ কোনদিন Micorsoft.com নামে কোনও ওয়েবসাইট দেখেছি? অথবা, প্রতিদিনই তো আমাদের কোনও না কোনও কারণে Goolge.com বা Patym.com-এ যেতে হয়। নিশ্চয়ই দিনের কোনও না কোনও একটা সময়ে আমরা Youbute.com ব্যবহার করি?
এমন প্রশ্নের মুখোমুখি হলে এক নজরে আমরা হয়তো সকলেই ইতিবাচক উত্তর দেব। হ্যাঁ, তা তো বটেই, এই সব তো খুবই পরিচিত এবং বহুল ব্যবহৃত ওয়েবসাইট।
আরও পড়ুন- শেষে কি না মোবাইলে এই নিয়ে সময় কাটাচ্ছেন ভারতীয় নারী-পুরুষেরা!
কিন্তু না, এখানেই ঘটে যাচ্ছে মারাত্মক ভুল, আর তা-ই ডেকে আনছে বিপদ। আমরা কেউই কোনদিন এই সব ওয়েবসাইট ব্যবহার করিনি। করাটা ঠিকও হবে না।
advertisement
advertisement
খটকা লাগলে, আরও একবার ভাল করে খুঁটিয়ে দেখে নিতে হবে সাইটগুলির নাম। আর একবার পড়লেই দেখা যাবে ওগুলি মাইক্রোসফট, গুগল, পেটিএম বা ইউটিউব… নয়। সব ক’টি বানান ভুল।
সহজভাবে বলতে গেলে এখানেই আমরা ভুল করে ফেলি এবং সেই ফাঁকেই স্ক্যামাররা তাদের স্বার্থ সিদ্ধি করে নেয়। এধরনের স্ক্যাম বা জালিয়াতি আজকাল রমরমিয় চলছে, এর নাম Typosquatting, নামের বানান ভুল করে জালিয়াতি।
advertisement
মগজে ধোঁকা—
আসলে, মানুষের মস্তিষ্ক চেনা বানানের প্রথম এবং শেষ অক্ষরের দিকে জোর দেয়। এই সুযোগে স্ক্যামারা যেকোনও প্রতিষ্ঠিত সংস্থার ওয়েবসাইটের বানান এদিক ওদিক করে ভিন্ন ডোমেইন তৈরি করে, যেমন Micorsoft.com। ওয়েবসাইটটি দেখতে হুবহু আসলের মতো হবে, ডোমেইনও প্রায় একই রকম হবে। কিন্তু আসলে তা জালিয়াতির ফাঁদ। অ্যাড্রেস বারে সাইটের URL লিখতে গিয়ে যদি কোনো ব্যবহারকারী টাইপো (টাইপিং ভুল) করেন, তাহলে তিনি সরাসরি স্ক্যামারদের ফাঁদে পড়বে।
advertisement
যেভাবে জালিয়াতি হয়—
নকল ওয়েবসাইটটি দেখতে ঠিক আসলটির মতোই। এখানে ব্যবহারকারী তার ইউজার নেম এবং পাসওয়ার্ড বা অন্য তথ্য দিলেই তা চুরি হয়ে যাবে। শুধু তাই নয়, সেই ওয়েবসাইট গোপনে ব্যবহারকারীর ল্যাপটপ বা ফোনে কোনও ম্যালওয়্যার ইনস্টলও করে দিতে পারে। ওই ম্যালওয়্যার সমস্ত তথ্য জালিয়াতদের হাতে তুলে দেবে।
advertisement
বাঁচার কৌশল—
১. অ্যাড্রেস বারে URL টাইপ করার সময় ভুল করা যাবে না।
২. সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এমন ওয়েবসাইট বুকমার্ক করে রেখে সেখান থেকেই বারবার খোলা যেতে পারে।
৩. নতুন কোনও ওয়েবসাইটে যেতে হলে URL-এ দ্বিগুণ সতর্কতা দরকার।
৪. অজানা অ্যাড্রেস সম্পর্কে জানতে গেলে সার্চ ইঞ্জিনে (Google বা Bing)-এ খুঁজতে হবে। Microsoft Edge ব্রাউজারে typosquat সনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এটি ভুল ওয়েবসাইট ব্লক করে।
advertisement
৫. এছাড়াও কিছু ব্রাউজার এক্সটেনশন রয়েছে, যা সঠিক এবং ভুল URL সম্পর্কে বলে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Goolge, Youbute! সাদা চোখে ধরতে পারবেন না, ইন্টারনেটে লোক ঠকানোর নতুন ফাঁদ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement