AC ঠিক কত তাপমাত্রায় চালানো উচিত? জানলে সব সমস্যার সমাধান, না জানলে বিপদ

Last Updated:
Air Conditioner: অনেকেই ভাবেন, ১৮ ডিগ্রিতে এসি চালানো সব থেকে ভাল! কিন্তু না, জেনে নিন আসলে এসির তাপমাত্রা কত হওয়া উচিৎ!
1/5
এসি একটা সময় ছিল বিলাসিতা। এখন প্রয়োজন। কারণ এখন দেশের বেশিরভাগ জায়গায় অস্বাভাবিক গরম পড়ছে। ফলে অনেকেই গ্রীষ্মকাল এলেই এসি কেনার জন্য ছোটেন।
এসি একটা সময় ছিল বিলাসিতা। এখন প্রয়োজন। কারণ এখন দেশের বেশিরভাগ জায়গায় অস্বাভাবিক গরম পড়ছে। ফলে অনেকেই গ্রীষ্মকাল এলেই এসি কেনার জন্য ছোটেন।
advertisement
2/5
অফিস, মল, বাড়ি, সব জায়গায় এখন মানুষ এসি-তে থাকতে চাইছেন। তবে অনেকেই হয়তো জানেন না, এসি ঠিক কত তাপমাত্রায় চালানো উচিৎ!
অফিস, মল, বাড়ি, সব জায়গায় এখন মানুষ এসি-তে থাকতে চাইছেন। তবে অনেকেই হয়তো জানেন না, এসি ঠিক কত তাপমাত্রায় চালানো উচিৎ!
advertisement
3/5
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) এসি নির্মাতাদের জন্য এয়ার কন্ডিশনারগুলির জন্য ডিফল্ট তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস রাখা বাধ্যতামূলক করেছে। আগে এসি-তে ডিফল্ট তাপমাত্রা রাখা হতো ২০ ডিগ্রি সেলসিয়াস।
ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি (বিইই) এসি নির্মাতাদের জন্য এয়ার কন্ডিশনারগুলির জন্য ডিফল্ট তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস রাখা বাধ্যতামূলক করেছে। আগে এসি-তে ডিফল্ট তাপমাত্রা রাখা হতো ২০ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
অনেক গবেষণা থেকে জানা গিয়েছে, প্রতি ডিগ্রি তাপমাত্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। যে তাপমাত্রায় এসি চালানো হবে, কমপ্রেসর তত বেশি কাজ করবে এবং বিদ্যুৎ বিল তত বেশি আসবে।
অনেক গবেষণা থেকে জানা গিয়েছে, প্রতি ডিগ্রি তাপমাত্রায় ৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। যে তাপমাত্রায় এসি চালানো হবে, কমপ্রেসর তত বেশি কাজ করবে এবং বিদ্যুৎ বিল তত বেশি আসবে।
advertisement
5/5
অনেকেই মনে করেন, ১৮ ডিগ্রিতে এসি চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে।আসলে বিদ্যুতের বিল কম তুলতে হলে এসি ২৪ ডিগ্রিতে চালানো ভাল।
অনেকেই মনে করেন, ১৮ ডিগ্রিতে এসি চালালে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে।আসলে বিদ্যুতের বিল কম তুলতে হলে এসি ২৪ ডিগ্রিতে চালানো ভাল।
advertisement
advertisement
advertisement