Smartphone Users: শেষে কি না মোবাইলে এই নিয়ে সময় কাটাচ্ছেন ভারতীয় নারী-পুরুষেরা! সংস্থার সমীক্ষা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যেতে পারে আপনার ক্ষেত্রেও!
- Published by:Ankita Tripathi
- Written by:Trending Desk
Last Updated:
বেরিয়ে এসেছে সাফ হিসেব- ভারতীয় নারীরা এবং ভারতীয় পুরুষেরা হালে স্মার্টফোনে কী নিয়ে সময় কাটাচ্ছেন!
প্রথমে ছিল নেহাতই কেজো একটা জিনিস। তার পর দেখতে দেখতে অ্যাপের রমরমা যত বাড়ল, যত স্মার্ট হল ফোন, তা হয়ে দাঁড়াল ব্যক্তিগত একটা জিনিস। ফলে, অন্যের স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করা এখন নেহাতই অপরাধ। দম্পতিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তা বলে কৌতূহল তো আর থেমে থাকে না। হামেশাই জানতে মন চায়- বন্ধু বা মনের মানুষের মোবাইলে কী চলছে! তা জানতে গেলে কি গোয়েন্দা লাগানোই একমাত্র উপায়?
advertisement
একেবারেই নয়! Bobble AI-এর মোবাইল মার্কেট ইনটেলিজেন্স ডিভিশন তো ঘরে ঘরে যাতে বিবাদ না বাধে, তার সহজ পথ দেখিয়েই দিয়েছে। সংস্থা রীতিমতো সমীক্ষা চালিয়েছে ৮৫ মিলিয়ন ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের নিয়ে, সেই তালিকায় রয়েছেন নারী এবং পুরুষ উভয়েই। তার পরেই বেরিয়ে এসেছে সাফ হিসেব- ভারতীয় নারীরা এবং ভারতীয় পুরুষেরা হালে স্মার্টফোনে কী নিয়ে সময় কাটাচ্ছেন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement