Smartphone Users: শেষে কি না মোবাইলে এই নিয়ে সময় কাটাচ্ছেন ভারতীয় নারী-পুরুষেরা! সংস্থার সমীক্ষা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যেতে পারে আপনার ক্ষেত্রেও!

Last Updated:
বেরিয়ে এসেছে সাফ হিসেব- ভারতীয় নারীরা এবং ভারতীয় পুরুষেরা হালে স্মার্টফোনে কী নিয়ে সময় কাটাচ্ছেন!
1/7
প্রথমে ছিল নেহাতই কেজো একটা জিনিস। তার পর দেখতে দেখতে অ্যাপের রমরমা যত বাড়ল, যত স্মার্ট হল ফোন, তা হয়ে দাঁড়াল ব্যক্তিগত একটা জিনিস। ফলে, অন্যের স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করা এখন নেহাতই অপরাধ। দম্পতিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তা বলে কৌতূহল তো আর থেমে থাকে না। হামেশাই জানতে মন চায়- বন্ধু বা মনের মানুষের মোবাইলে কী চলছে! তা জানতে গেলে কি গোয়েন্দা লাগানোই একমাত্র উপায়?
প্রথমে ছিল নেহাতই কেজো একটা জিনিস। তার পর দেখতে দেখতে অ্যাপের রমরমা যত বাড়ল, যত স্মার্ট হল ফোন, তা হয়ে দাঁড়াল ব্যক্তিগত একটা জিনিস। ফলে, অন্যের স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করা এখন নেহাতই অপরাধ। দম্পতিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তা বলে কৌতূহল তো আর থেমে থাকে না। হামেশাই জানতে মন চায়- বন্ধু বা মনের মানুষের মোবাইলে কী চলছে! তা জানতে গেলে কি গোয়েন্দা লাগানোই একমাত্র উপায়?
advertisement
2/7
একেবারেই নয়! Bobble AI-এর মোবাইল মার্কেট ইনটেলিজেন্স ডিভিশন তো ঘরে ঘরে যাতে বিবাদ না বাধে, তার সহজ পথ দেখিয়েই দিয়েছে। সংস্থা রীতিমতো সমীক্ষা চালিয়েছে ৮৫ মিলিয়ন ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের নিয়ে, সেই তালিকায় রয়েছেন নারী এবং পুরুষ উভয়েই। তার পরেই বেরিয়ে এসেছে সাফ হিসেব- ভারতীয় নারীরা এবং ভারতীয় পুরুষেরা হালে স্মার্টফোনে কী নিয়ে সময় কাটাচ্ছেন!
একেবারেই নয়! Bobble AI-এর মোবাইল মার্কেট ইনটেলিজেন্স ডিভিশন তো ঘরে ঘরে যাতে বিবাদ না বাধে, তার সহজ পথ দেখিয়েই দিয়েছে। সংস্থা রীতিমতো সমীক্ষা চালিয়েছে ৮৫ মিলিয়ন ভারতীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজারদের নিয়ে, সেই তালিকায় রয়েছেন নারী এবং পুরুষ উভয়েই। তার পরেই বেরিয়ে এসেছে সাফ হিসেব- ভারতীয় নারীরা এবং ভারতীয় পুরুষেরা হালে স্মার্টফোনে কী নিয়ে সময় কাটাচ্ছেন!
advertisement
3/7
তার আগে এটা বলে রাখা ভাল যে সংস্থার হিসেব মোতাবেকে স্মার্টফোনে সময় কাটানোর মেয়াদটা হালে বেড়েছে ৫০ শতাংশ, এই হিসেবটা পেশ করা হয়েছে ঠিক গত বছরের নিরিখে। হিসেব বলছে, ভারতীয় পুরুষেরা বরাবরই মোবাইলে বেশি সময় দেন, সামান্য পরিমাণ বেড়েছে এখন এই তালিকায় নারীদের সংখ্যা।
তার আগে এটা বলে রাখা ভাল যে সংস্থার হিসেব মোতাবেকে স্মার্টফোনে সময় কাটানোর মেয়াদটা হালে বেড়েছে ৫০ শতাংশ, এই হিসেবটা পেশ করা হয়েছে ঠিক গত বছরের নিরিখে। হিসেব বলছে, ভারতীয় পুরুষেরা বরাবরই মোবাইলে বেশি সময় দেন, সামান্য পরিমাণ বেড়েছে এখন এই তালিকায় নারীদের সংখ্যা।
advertisement
4/7
তা, কারা স্মার্টফোনে কী করেন? পুরুষদের ব্যাপারে সবাই যা প্রথমেই ভাববেন, সেটাই মিলে যাবে। সমীক্ষা বলছে, ভারতীয় পুরুষদের বেশিরভাগই মোবাইলে গেম খেলতে দারুণ পছন্দ করেন, মোবাইলে সময় দেওয়া মানেই গেম খেলা।
তা, কারা স্মার্টফোনে কী করেন? পুরুষদের ব্যাপারে সবাই যা প্রথমেই ভাববেন, সেটাই মিলে যাবে। সমীক্ষা বলছে, ভারতীয় পুরুষদের বেশিরভাগই মোবাইলে গেম খেলতে দারুণ পছন্দ করেন, মোবাইলে সময় দেওয়া মানেই গেম খেলা।
advertisement
5/7
মহিলারাও খেলেন, তবে পুরুষদের তুলনায় কম, ৬.১ শতাংশ সেই হার। একই ভাবে, স্পোর্টস অ্যাপে মহিলারা বড় একটা যান না। এর পরে রয়েছে পেমেন্ট অ্যাপে তাঁদের উপস্থিতি, মহিলারা এক্ষেত্রেও কম উপস্থিত থাকেন, পেমেন্ট অ্যাপে তাঁদের গতায়াতের অনুপাত মাত্র ১১.৩ শতাংশ।
মহিলারাও খেলেন, তবে পুরুষদের তুলনায় কম, ৬.১ শতাংশ সেই হার। একই ভাবে, স্পোর্টস অ্যাপে মহিলারা বড় একটা যান না। এর পরে রয়েছে পেমেন্ট অ্যাপে তাঁদের উপস্থিতি, মহিলারা এক্ষেত্রেও কম উপস্থিত থাকেন, পেমেন্ট অ্যাপে তাঁদের গতায়াতের অনুপাত মাত্র ১১.৩ শতাংশ।
advertisement
6/7
গেম আর পেমেন্ট অ্যাপ যদি না-পসন্দ হয়, তবে মোবাইলে মহিলারা কোথায় বেশি যান? ভিডিও অ্যাপে এবং ফুড অ্যাপে, সমীক্ষা অনুযায়ী যে হার যথাক্রমে ২১.৭ শতাংশ এবং ২৩.৫ শতাংশ।
গেম আর পেমেন্ট অ্যাপ যদি না-পসন্দ হয়, তবে মোবাইলে মহিলারা কোথায় বেশি যান? ভিডিও অ্যাপে এবং ফুড অ্যাপে, সমীক্ষা অনুযায়ী যে হার যথাক্রমে ২১.৭ শতাংশ এবং ২৩.৫ শতাংশ।
advertisement
7/7
তা, এবার যদি কেউ যদি বিছানার অন্য পাশে মুখ ফিরিয়ে থাকা সঙ্গী/সঙ্গিনীকে স্মার্টফোনে খুটখাট করতে দেখেন প্রায়শই, তাহলে সম্পর্কে তৃতীয় পক্ষের আগমন ঘটেছে বলে হীনম্মন্যতায় পড়া এবং পরের ধাপে সন্দেহ শুরু করা বাদ দেওয়া যায় তো?  Bobble AI তো সব খোলসা করেই দিল!
তা, এবার যদি কেউ যদি বিছানার অন্য পাশে মুখ ফিরিয়ে থাকা সঙ্গী/সঙ্গিনীকে স্মার্টফোনে খুটখাট করতে দেখেন প্রায়শই, তাহলে সম্পর্কে তৃতীয় পক্ষের আগমন ঘটেছে বলে হীনম্মন্যতায় পড়া এবং পরের ধাপে সন্দেহ শুরু করা বাদ দেওয়া যায় তো? Bobble AI তো সব খোলসা করেই দিল!
advertisement
advertisement
advertisement