#নয়াদিল্লি: BMW-এর নতুন গাড়ি আই এক্স ইলেকট্রিক এসইউভি (BMW IX E SUV) এনসিএপি ক্র্যাশ টেস্টের সকল পরীক্ষা পাশ করে ৫ স্টার রেটিং পেয়েছে। ভারতে চলতি সপ্তাহেই লঞ্চ করা হয়েছে BMW-এর নতুন গাড়ি আই এক্স ইলেকট্রিক এসইউভি। BMW কোম্পানি ভারতে লঞ্চ করেছে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি।
আরও পড়ুন: দেশে সুরক্ষিত এবং আইনি ভাবে কী করে চালু রাখা যেতে পারে ক্রিপ্টোকারেন্সি?
চাইল্ড এবং অ্যাডাল্ট প্রোটেকশন
BMW আই এক্স ইলেকট্রিক এসইউভি গাড়িটি চাইল্ড এবং অ্যাডাল্ট প্রোটেকশনের ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করেছে। BMW আই এক্স ইলেকট্রিক এসইউভি গাড়িতে ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিটের মধ্যে একটি নতুন ইন্টারঅ্যাকটিভ পাওয়াব্যাগ রয়েছে। যদি সাইড থেকে এই গাড়িকে ধাক্কা দেওয়া হয় তাহলে অতিরিক্ত সুরক্ষা প্রদান করা হয়েছে। এছাড়াও BMW আই এক্স ইলেকট্রিক এসইউভি গাড়ির সামনে চাইল্ড প্রোটেকশনের জন্য আধুনিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।
সেফটি ফিচার
BMW আই এক্স ইলেকট্রিক এসইউভি গাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক এবং সেফটি ফিচার। এই গাড়িতে রয়েছে ফ্রন্ট কোলিজন বার্নিং সিস্টেম, অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং সিস্টেম। এর ফলে এই গাড়ির চালকরা দূরত্ব বজায় রাখতে পারবে রাস্তার অন্য গাড়ি এবং লোকেদের থেকে।
আরও পড়ুন: আপনার আধার নম্বর থেকে কতগুলো সিম কার্ড নেওয়া হয়েছে, অনলাইনে এই ভাবে চেক করে নিন....
বিশ্ব জুড়ে প্রকাশ করা হয়েছে ইলেকট্রিক এসইউভি
BMW আই এক্স ইলেকট্রিক এসইউভি গাড়ি প্রকাশ করা হয়েছে পুরো বিশ্ব জুড়ে। ভারতে BMW এর নতুন গাড়ি আই এক্স ইলেকট্রিক এসইউভি গাড়িটি এসেছে কমপ্লিটলি বিল্ট ইউনিটের মাধ্যমে। ভারতে BMW এর নতুন গাড়ি আই এক্স ইলেকট্রিক এসইউভির মোকাবিলা হবে Audi e-torn এবং Mercedes Benz EQC গাড়ির সঙ্গে।
আরও পড়ুন: সরকারের এই সিদ্ধান্তের জন্য সস্তা হবে হোম লোন, জানুন কেন!
BMW IX-এর দু'টি ভ্যারিয়ান্ট লঞ্চ করা হয়েছে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BMW IX E SUV, BMW xDrive 40