Call History: ৬ মাস আগের কল হিস্টরি চাই? কীভাবে খুঁজবেন দেখুন

Last Updated:

Call History: রাতদিন শয়ে শয়ে কল করে মানুষ। কিন্তু মাস ছয়েক আগের কল হিস্টরি কি খুঁজে বের করা যায়?

Call History: স্মার্টফোন ছাড়া জীবন অচল। ফোন হোক বা মেসেজ কিংবা ডেটা, স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলবে না। আর কল তো আছেই। এর জন্যই তো ফোন। প্রতিদিন শয়ে শয়ে কল করে মানুষ। কিন্তু মাস ছয়েক আগের কল হিস্টরি কি খুঁজে বের করা যায়?
এক-দুমাসের কল হিস্টরি সহজেই খুঁজে বের করা যায়। কল লগ খুললেই চোখের সামনে সব ভেসে উঠবে। কিন্তু ছয় মাসের হিস্টরি বের করার প্রক্রিয়াটা জটিল। একটু কাঠখড় পোড়াতে হবে। ব্যবসার জন্য হোক বা অন্য কোনও কারণে, ছয় মাসের কল হিস্টরি ট্র্যাক রাখাটা এক ধরনের দক্ষতা। এখানে ভারতের দুটি প্রধান টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেলের কল হিস্টরি খুঁজে বের করার পদ্ধতি দেওয়া হল।
advertisement
advertisement
জিও নম্বরের কল হিস্টরি বের করার পদ্ধতি: জিও ইউজাররা ‘মাই জিও’ অ্যাপের মাধ্যমে সহজেই কল হিস্টরি বের করতে পারেন। এর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে মাই জিও অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর লগ ইন করে লিঙ্ক করতে হবে জিও নম্বর। এবার অ্যাপের উপরের ডান দিকে তিনটি বিন্দুতে ক্লিক করলে কয়েকটি অপশন আসবে। এখান থেকে ‘মাই স্টেটমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এবার ইউজার কোন তারিখের কল হিস্টরি দেখতে চান, সেই তারিখটা দিলেই, সে দিনের কল হিস্টরি চলে আসবে।
advertisement
এয়ারটেল নম্বরের কল হিস্টরি বের করার পদ্ধতি: এয়ারটেলে গত ছয় মাসের কল হিস্টরি বের করার দুটি পদ্ধতি রয়েছে।
প্রথম পদ্ধতি: লিখতে হবে, EPREBILL, তারপর দিতে হবে সময়কাল বা যে তারিখের কল হিস্টরি দরকার সেই তারিখটা। কল হিস্টরি পাওয়ার জন্য মেল আইডি লিখতে হবে। এবার ১২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে এই মেসেজ।
advertisement
দ্বিতীয় পদ্ধতি: এয়ারটেল ওয়েবসাইট থেকেও ছয় মাস আগের কল হিস্টরি জানা যাবে। প্রথমে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবার যেতে হবে ‘ইউসেজ ডিটেলস’ বিভাগে। এখানেই কল রেকর্ড দেখার অপশন পাওয়া যাবে। নির্দিষ্ট তারিখ লিখে ‘সাবমিট’ অপশনে ক্লিক করলেই চলে আসবে সেই দিনের কল হিস্টরি।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Call History: ৬ মাস আগের কল হিস্টরি চাই? কীভাবে খুঁজবেন দেখুন
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement