iPhone-এর দামে ঘরে আনুন টয়োটা কোয়ালিস, রাস্তা খারাপ হলেও চিন্তা নেই

Last Updated:

iPhone 16 Pro Max একটি খুবই দামি ফোন, যার দাম প্রায় ১.৬০ লক্ষ টাকা। পরিবর্তে, দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ৭-সিটারের একটির দিকে নজর দেওয়া যাক যা আইফোনের চেয়েও সস্তায় বিক্রি হচ্ছে।

News18
News18
কলকাতা: ফোনের দামে গাড়ি, এ কথা উঠলে অনেকেই ভুরুদুটো কুঁচকে ফেলতে পারেন। তবে যে-সে ফোনের কথা তো আর এখানে বলা হচ্ছে না। তুলনা হচ্ছে অ্যাপল আইফোনের সঙ্গে। বর্তমানে তা সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনগুলোর মধ্যে একটা, যা সারা বিশ্বের মতো এই দেশেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তরুণ এবং প্রাপ্তবয়স্ক উভয়ের কাছেই আইফোন অত্যন্ত জনপ্রিয়। Apple iPhone 16 Pro Max-এর দাম ১.৬০ লক্ষ টাকা। এই টাকা দিয়েই কিন্তু ভারতের সবচেয়ে বিশ্বস্ত ৭-সিটার কেনা সম্ভব হয়! বিশ্বাস না হলে এই ৭-সিটার গাড়িটি সম্পর্কে জেনে নেওয়া যাক!
iPhone 16 Pro Max একটি খুবই দামি ফোন, যার দাম প্রায় ১.৬০ লক্ষ টাকা। পরিবর্তে, দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ৭-সিটারের একটির দিকে নজর দেওয়া যাক যা আইফোনের চেয়েও সস্তায় বিক্রি হচ্ছে। এই ৭-সিটার গাড়িটি হল টয়োটা কোয়ালিস। কোয়ালিস একটি বিখ্যাত এসইউভি যা তার লোকবহন ক্ষমতার জন্য সুপরিচিত। এটি অত্যন্ত নির্ভরযোগ্য, প্রায় অটুট বলেই মনে করা হয় কারণ এটি বছরের পর বছর ধরে একই রকম থাকে।
advertisement
আরও পড়ুন- প্রতারণার নয়া ফাঁদ জালিয়াতদের! হ্যাক হচ্ছে জিমেল! মুহূর্তের মধ্যে ফাঁকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট
আপাতত বাজারে ২০০২ সালের টয়োটা কোয়ালিস ১.৫০ লক্ষ টাকা দামে পাওয়া যাচ্ছে। অনেক কোয়ালিস আছে যেগুলো এত কম দামে বিক্রি হয়। কোয়ালিস এখন বেশ পুরনো গাড়ি, কিন্তু এটি এখনও খুব ভালভাবে চলে এবং এর ইঞ্জিন চিরকাল টিকে থাকতে পারে।
advertisement
advertisement
এই কারণেই টয়োটা কোয়ালিসকে অনেকেই একটি ট্যাঙ্কের সঙ্গে তুলনা করে থাকেন। এতে একসঙ্গে ১০ জন পর্যন্ত বসতে পারেন। কোয়ালিসের একটি FS ভ্যারিয়েন্ট ছিল, যা একসঙ্গে ১০ জন যাত্রী বহন করতে পারত। এই SUV-তে একটি ২.৪ লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে যা ৭৫ bhp পাওয়ার এবং ১৫১ Nm টর্ক দেয়, পাশাপাশি এতে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধাও পাওয়া যায়।
advertisement
২৩ বছর পরেও ৫০ শতাংশ পুনঃবিক্রয় মূল্য পাওয়া যায়, এটা এই গাড়ির সবচেয়ে বড় সুবিধা। ২০০০ থেকে ২০০২ সালের মধ্যে টয়োটা যখন কোয়ালিস বিক্রি করেছিল, তখন এর দাম শুরু হয়েছিল মাত্র ৩ লক্ষ টাকা থেকে। এই যে ২৩ বছর পরেও এটি অর্ধেক দামে বিক্রি হচ্ছে, তা এর গুণমানকেই তুলে ধরে। ক্রেতার এখনও এর উপরে ভরসা অটুট রয়েছে। অতএব, একটা নতুন আইফোনের দামের বিনিময়ে সহজেই যে কেউ একটা ১০-সিটার SUV কিনতে পারেন, যা এখনও নতুনের মতোই চলবে!
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone-এর দামে ঘরে আনুন টয়োটা কোয়ালিস, রাস্তা খারাপ হলেও চিন্তা নেই
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement