ভারতে বাইক আরোহীদের থেকে কি টোল ট্যাক্স কাটা যায়? নিয়ম না জানলে মুশকিল

Last Updated:

toll tax rules for bikers: বাইক থাকলে এই নিয়ম জেনে নিন। না হলে মাঝরাস্তায় সমস্যায় পড়তে হবে।

কলকাতা: আমরা সকলেই টোল ট্যাক্স নামক শব্দটির সঙ্গে পরিচিত। অনেক সময় আমরা গাড়িতে ভ্রমণের সময়, অবশ্যই টোল ট্যাক্সের নামে অর্থ প্রদান করেছি। ফাস্ট ট্যাগ বাধ্যতামূলক করে সরকার টোল ট্যাক্স পরিশোধকে আরও সহজ করেছে।
এখন হাইওয়ে দিয়ে ভ্রমণের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হয়। কিন্তু, টোল ট্যাক্স সংগ্রহের বিষয়ে অনেক নিয়ম রয়েছে, যা অনেকেই জানেন না। বেশিরভাগ লোক তাঁদের অধিকার সম্পর্কে সচেতন নন এবং টোল ট্যাক্স নিয়ে কাজ করা কিছু লোক এর সুবিধা নেন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বাস, গাড়ি, ট্রাক বা লোডিং যানবাহনে টোল ট্যাক্স নেওয়া হলেও মোটরসাইকেল বা স্কুটারের মতো টু হুইলার নিয়ে হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ও টোল ট্যাক্স আদায় করা যায় কি না। এক নজরে দেখে নেওয়া যাক এই সম্পর্কিত নিয়মগুলো এবং জেনে নেওয়া যাক নিজেদের অধিকার।
advertisement
advertisement
বাইকের টোল ট্যাক্স কি আদায় করা যায়?
বাইকে ভ্রমণের সময় কেউ কারও কাছ থেকে টোল ট্যাক্স আদায় করতে পারেন না। এর কারণ হল যে, বাইকটি ক্রয় করার সময়, রেজিস্ট্রেশনের সঙ্গে কিছু পরিমাণ টাকা নেওয়া হয়, যা বাইকের আরসি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকে। এই পরিস্থিতিতে, টোল ব্লকের মধ্য দিয়ে যাওয়ার সময় বাইকে কোনও ধরনের ফাস্ট ট্যাগের প্রয়োজন নেই বা টোল দিতে হবে না।
advertisement
টোল আদায় করা হলে –
হাইওয়ে দিয়ে মোটরসাইকেলে যাতায়াতের সময় কেউ যদি কারও কাছে টোল ট্যাক্স দাবি করে, তাহলে অবশ্যই তার কাছ থেকে রসিদ চাইতে হবে। এই রসিদে নিজেদের গাড়ির নম্বর চেক করতে হবে। এই রসিদ দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে অভিযোগ নথিভুক্ত করা যেতে পারে।
advertisement
এর পর বিষয়টি তদন্ত করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যদি এটি যাচাই করা হয় যে, একজন কর্মচারী কারও কাছ থেকে টোল আদায় করেছে, তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। এছাড়াও সেই ব্যক্তিকে সুদ সহ আদায় করা টোলের দ্বিগুণ টাকা পরিশোধ করা হতে পারে।
মানুষের অধিকার –
এছাড়াও সমস্ত নথি সহ উপভোক্তা ফোরামে ভুলভাবে নেওয়া টোলের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। এটি এক ধরনের প্রতারণার মামলা। কারণ সে ইতিমধ্যেই টোল পরিশোধ করেছে। এই ক্ষেত্রে যদি কারও কাছ থেকে টোল নেওয়া হয় তবে এটি অপরাধের আওতায় আসে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতে বাইক আরোহীদের থেকে কি টোল ট্যাক্স কাটা যায়? নিয়ম না জানলে মুশকিল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement