WhatsApp: ভুল করে মুছে ফেলা মেসেজও উদ্ধার হবে নিমেষে! WhatsApp-এ নতুন ফিচার

Last Updated:

WhatsApp: এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এই নতুন ফিচারের সমস্ত খুঁটিনাটি বিষয়।

নতুন ফিচার হোয়াটসঅ্যাপে
নতুন ফিচার হোয়াটসঅ্যাপে
#নয়াদিল্লি: WhatsApp হল বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া মেসেজ প্ল্যাটফর্ম। WhatsApp তাদের ইউজারদের জন্য চালু করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এবার WhatsApp তাদের ইউজারদের জন্য চালু করেছে নতুন একটি ফিচার। অ্যাকসিডেন্টাল ডিলিট নামের সেই ফিচারের মাধ্যমে ইউজাররা এখন উপকৃত হবেন। WhatsApp ব্যবহারকারীর প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে বিভিন্ন বৈশিষ্ট্য যুক্ত করার জন্য সুপরিচিত। WhatsApp অ্যাকসিডেন্টাল ডিলিট নামের একটি নতুন ফিচার চালু করেছে, যা ইউজারদের সেই বার্তাগুলি পুনরুদ্ধার করতে সাহায্য করে, যা প্রত্যেকের জন্য মুছে ফেলার উদ্দেশ্যে ডিলিট করা হয়েছিল, কিন্তু পরিবর্তে পৃথক ব্যবহারকারীর জন্য দুর্ঘটনাক্রমে মুছে ফেলা হয়েছিল। এই সমস্যা সমাধানের জন্য WhatsApp-এর তরফে লঞ্চ করা হয়েছে নতুন এই ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক WhatsApp-এর এই নতুন ফিচারের সমস্ত খুঁটিনাটি বিষয়।
WhatsApp-এর নতুন এই ফিচার এমন পরিস্থিতি থেকে ইউজারদের রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে তাঁরা প্রত্যেকের জন্য একটি বার্তা মুছে ফেলতে চেয়েছিলেন, কিন্তু ভুলবশত 'ডিলিট ফর মি' বিকল্পটি নির্বাচন করেছেন। এর ফলে WhatsApp-এর ইউজারদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু, WhatsApp-এর নতুন ফিচারের মাধ্যমে এখন আর সেই সমস্যা হবে না।
advertisement
advertisement
WhatsApp-এর এই আপডেট ইতিমধ্যেই রোল আউট করা শুরু হয়েছে, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ের জন্যই উপলব্ধ। WhatsApp-এর নতুন ফিচার ইউজারদের একটি সম্ভাব্য 'ডিলিট ফর মি' ক্লিককে পূর্বাবস্থায় ফেরাতে এবং পাঁচ-সেকেন্ডের উইন্ডোর মধ্যে 'ডিলিট ফর এভরিওয়ান' বেছে নিতে দেয়।
advertisement
ইউজাররা যখন 'ডিলিট ফর মি' ক্লিক করে WhatsApp-এর একটি বার্তা মুছে ফেলেন, তখন অ্যাপটি এখন স্ক্রিনের নিচে একটি বিজ্ঞপ্তি প্রদর্শন করে যা ইউজাররা যদি ভুলবশত বার্তাটি মুছে ফেলেন তবে ইউজারদের মুছে ফেলার প্রক্রিয়াটি শুধরে নিতে দেয়।
WhatsApp ইউজাররা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। এটি বিশেষ করে সেই সব ক্ষেত্রে কার্যকর যখন একটি বার্তা একটি গ্রুপে শেয়ার করা হয় এবং 'ডিলিট ফর এভরিওয়ান'-এর বদলে ভুল বিকল্পটি নির্বাচন করা হয়।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp: ভুল করে মুছে ফেলা মেসেজও উদ্ধার হবে নিমেষে! WhatsApp-এ নতুন ফিচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement