নাচ করতে গিয়ে ঘুরে গেল যুবকের মুণ্ডু, দেখুন টিকটক ভিডিও
Last Updated:
টিকটক ভিডিও বানানো এবং শেয়ার করা আজকাল ইয়ং জেনারেশনের কাছে নতুন ফ্যাশন। তাঁরা সকলেই স্টার হতে চায়।
TikTok-এ প্রাই দিন কিছু না কিছু অদ্ভুত ভিডিও দেখতে পাওয়া যায়। টিকটক ভিডিও বানানো এবং শেয়ার করা আজকাল ইয়ং জেনারেশনের কাছে নতুন ফ্যাশন। তাঁরা সকলেই স্টার হতে চায়। আর তার জন্য সহজ মাধ্যম হল টিকটক।
টিকটক-এ মজার ভিডিও থেকে শুরু করে মেকআপ টিউটোরিয়াল, রোমান্স, স্টান্ট, রেসিপির ভিডিও পোস্ট করে থাকে। এরই মাঝে টিকটকে এক্ম একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সবাই অবাক হচ্ছে।
এই ভিডিওতে দেখা যায় দুটি ছেলেকে নাচ করতে। তারই মাঝে একটি ছেলে অন্য ছেলেটির মাথা ধরে আর সেই ছেলেটি পুরো উলটো হয়ে ঘুরে যায়। ছেলেটির মাথাটি সোজাই থেকে যায়।
advertisement
advertisement
এই ভিডিওটি দেখে লোকজন বিশ্বাসই করতে পারছে না যে এটা কি করে সম্ভব হয়। এই ভিডিওটিকে এখনও পর্যন্ত প্রায় ৬,০০০ লোক দেখেছে আর ৬০০-র বেশি জন এতে কমেন্ট করেছে।
কীভাবে কাজ করে টিকটক?
view commentsটিকটক একটি সোশ্যাল মিনিয়া অ্যাপ যার সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা ছোট ভিডিও বানায় আর সেয়ার করে। ভারতে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই অ্যাপটি। এই অ্যাপটি বিশেষত এটাই যে এতে ইয়জারের আওয়াজ রেকর্ড হয় না, শুধু লিপ-সিঙ্ক করতে হয়। এখানে ১৫ সেকেন্ডের বেশি লম্বা ভিডিও করা যায় না।
Location :
First Published :
September 10, 2019 2:53 PM IST