ভারতের প্রথম 'ক্যামেরাওয়ালা' ফোন! যা দাম ছিল, এখন হলে হয়ে যেত আই ফোন!

Last Updated:

Smartphone- ভারতে প্রথম ক্যামেরা ফোন ছিল Nokia 7650, এটি ২০০৩ সালে লঞ্চ হয়েছিল। এটি সেই সময়ের একটি অত্যন্ত উন্নত এবং চর্চিত ফোন ছিল, কারণ সেই সময় এই ফোন ব্যাপক সাড়া ফেলেছিল।

News18
News18
কলকাতা : ভারতে প্রথম ক্যামেরা ফোন ছিল Nokia 7650, এটি ২০০৩ সালে লঞ্চ হয়েছিল। এটি সেই সময়ের একটি অত্যন্ত উন্নত এবং চর্চিত ফোন ছিল, কারণ সেই সময় এই ফোন ব্যাপক সাড়া ফেলেছিল। Nokia 7650 ছিল ভারতের প্রথম ক্যামেরা ফোন। এতে ছিল 0.3 মেগাপিক্সেল (VGA) ক্যামেরা। সেই সময়ে এই ফিচারকে একটি প্রযুক্তিগত বিপ্লব হিসেবে দেখা হয়েছিল। ফোনটির ছিল স্লাইডার ডিজাইন, যা তখন বেশ নতুন এবং আকর্ষণীয় ছিল এটি Symbian OS-এ চলত, যার ফলে অ্যাপ ও মাল্টিমিডিয়া ফাংশান উন্নত ছিল।
সেই সময় বেশিরভাগ মোবাইল ফোন শুধু কল এবং মেসেজ করার জন্যই ব্যবহৃত হত। ছবি তোলার জন্য তখনও মানুষ ডিজিটাল ক্যামেরা-র উপর নির্ভর করত। Nokia 7650 প্রথমবারের মতো দেখিয়েছিল যে ফোনেও ক্যামেরা থাকতে পারে, এবং সেটা কার্যকরও হতে পারে!
আরও পড়ুন- গরমের হাত থেকে বাঁচতে এবার গাড়ির মাথাতেও থাকবে ছাতা! দেখে অবাক হয়ে যাবেন
Nokia 7650 মোবাইল ইন্ডাস্ট্রিতে ক্যামেরা ফোনের সূচনা করে এবং পরবর্তীতে ক্যামেরা প্রতিটি স্মার্টফোনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
advertisement
advertisement
Nokia 7650 ফোনের স্পেসিফিকেশন- ক্যামেরা: 0.3 মেগাপিক্সেল (VGA), ফটোগ্রাফি: এই ফোন দিয়ে প্রথমবারের মতো মোবাইল দিয়ে ছবি তোলা সম্ভব হয়। স্লাইডার ডিজাইন, কালার ডিসপ্লে এবং Symbian অপারেটিং সিস্টেম ছিল। মূল্য: লঞ্চ-এর সময় দাম ছিল প্রায় ৬০ হাজার টাকার বেশি। Nokia 7650 ছিল সেই প্রথম মোবাইল ফোন যার মাধ্যমে মানুষ বুঝতে পারে, ফোন শুধু যোগাযোগের জন্য নয়, বিনোদন ও মুহূর্ত ধরে রাখার মাধ্যমও হতে পারে। সেই সময় রঙিন ডিসপ্লে ছিল বড় চমক।
advertisement
ফোনে ছিল 4MB বিল্ট-ইন মেমোরি। কোনও মেমোরি কার্ড স্লট ছিল না। এই মেমোরিতেই ছবি, অ্যাপ, মেসেজ ও অন্য ডেটা রাখতে হত।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভারতের প্রথম 'ক্যামেরাওয়ালা' ফোন! যা দাম ছিল, এখন হলে হয়ে যেত আই ফোন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement