Cars : গরমের হাত থেকে বাঁচতে এবার গাড়ির মাথাতেও থাকবে ছাতা! দেখে অবাক হয়ে যাবেন
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Cars : এদিকে আজকালকার বেশিরভাগ গাড়িতেই থাকে প্যানোরামিক রুফ বা গ্লাস টপ। যার জেরে গাড়ির ভিতরটা প্রচণ্ড গরম হয়ে যায়।
কলকাতা : আমাদের দেশে গরমের মরশুম তীব্র আকার ধারণ করে। দেশ জুড়ে কখনও কখনও চলতে থাকে প্রবল তাপপ্রবাহ। এদিকে আজকালকার বেশিরভাগ গাড়িতেই থাকে প্যানোরামিক রুফ বা গ্লাস টপ। যার জেরে গাড়ির ভিতরটা প্রচণ্ড গরম হয়ে যায়। যদিও প্রয়োজনের কারণেই মানুষ নতুন নতুন উদ্ভাবন করেন।
Mainiu নামে একটি সংস্থা ঠিক এই কাজটাই করেছে। আসলে এই সংস্থাটি একটি সোজাসাপটা অথচ অত্যন্ত কার্যকর সমাধান নিয়ে এসেছে। প্রবল তাপদাহের হাত থেকে গাড়িকে রক্ষা করার জন্য তারা বানিয়ে ফেলেছে গাড়ির ছাতা বা কার আম্ব্রেলা। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়:
advertisement
আমাদের দেশে গরমের সময় তাপপ্রবাহ অসহনীয় হয়ে ওঠে। তাই এই সময় গাড়ির মাথায় যদি একটি ছাতা থাকে, তাহলে এর ভিতরটা গরম হবে না। এই বিষয়টি মাথায় রেখে Mainiu নামে সংস্থাটি এমনই একটি ছাতা বানিয়ে ফেলেছে। আর সবথেকে মজার বিষয় হল, একটি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে এই বিশেষ ছাতাটিকে।
advertisement
আরও পড়ুন- ভারতের এক নম্বর স্কুটি, ২৫ বছর ধরে! পেট্রোলের গন্ধে চলে! নামটা জানা আছে তো?
কোথা থেকে কেনা যাবে?
এই রিমোটচালিত গাড়ির ছাতার কথা শুনলে তা কেনার জন্য আগ্রহী হবেন অনেকেই। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেই গ্রাহকরা পেয়ে যাবেন এই বিশেষ ছাতাটি। আর ভারতেও এর শিপিং করা হয়। Ali Express-এ এই গাড়ির ছাতা বা কার আম্ব্রেলাটির দাম মাত্র ২৭৩৭৯ টাকা। প্রয়োজন হলে ভারতেও এটি আমদানি করানো যেতে পারে।
advertisement
অক্সফোর্ড ফেব্রিকের তৈরি এই ছাতাটি:
প্রস্তুতকারী সংস্থাটির তরফে জানানো হয়েছে যে, এই ছাতাগুলি তৈরি করা হয় অক্সফোর্ড ফেব্রিক ব্যবহার করে। ফলে সমস্ত আবহাওয়ার পরিস্থিতিতে এটি গাড়িকে সুরক্ষা প্রদান করতে পারে। যে কেসটি এই ছাতাটিকে ধরে রাখে, সেটির সঙ্গে আসে একটি ম্যাগনেটিক এনক্লোজার। সংস্থাটি এ-ও দাবি করেছে যে, উচ্চ গতিতে গাড়ি চললেও এই ছাতাটি অত্যন্ত নিরাপদ। যদিও এই ছাতাটি কেবল একটি মাপেই পাওয়া যায়। তবে এই ছাতার জন্য রয়েছে দুটি কালার অপশন। আসলে বেশিরভাগ মডেলের জন্য এর সাইজ বা আকৃতি যথেষ্ট। এই ছাতাটি শুধু গাড়ির ছাদকেই ছায়া প্রদান করে না, তার পাশাপাশি গাড়ির ফ্রন্ট এবং রিয়ার গ্লাসকেও ছায়া দান করে। Mainiu-র কার আম্ব্রেলার রয়েছে দুটি কালার অপশন – নেভি ব্লু এবং সিলভার গ্রে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 11:03 PM IST