Tech Tips: সামনেই নিউইয়ার একসঙ্গে সকলকে মেসেজ পাঠাতে নাকাল, এভাবে শিডিউল করুন এসএমএস
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
গুগলের মেসেজিং অ্যাপে এমন একটি ফিচার রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের এসএমএস শিডিউল করতে পারেন। জানেন কি এসএমএস-ও রাখা যায় শিডিউল করে? কায়দা জেনে ফায়দা ওঠান লাগাতার!
#কলকাতা: অনেক সময়েই আমরা বিশেষ কোনও দরকারে এসএমএস পাঠানোর কথা থাকলে তা ভুলে যাই। যেহেতু এসএমএস পাঠানোর ক্ষেত্রে তা আলাদা ভাবে শিডিউল তৈরি করা যায় না, তাই অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর হলে আমাদের ভুল হয়ে যায়। তবে অনেক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীই হয় তো জানেন না যে অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই শিডিউল করে রাখা তারিখে বা সময়ে এসএমএস পাঠানো যায়। গুগলের মেসেজিং অ্যাপে এমন একটি ফিচার রয়েছে যার সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের এসএমএস শিডিউল করতে পারেন।
আমাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল মেসেজ অ্যাপে এমনই একটি বিল্ড-ইন- শিডিউলিং ফিচার রয়েছে যার সাহায্য খুব সহজেই শিডিউল করে রাখা সময়ে বা তারিখে নির্ধারিত ব্যক্তির কাছে মেসেজ পৌঁছে যাবে। তবে অবশ্যই এর জন্য ফোনটিকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
এবারে প্রশ্ন হল কীভাবে এই গুগল মেসেজ অ্যাপটি ব্যবহার করা যায়! এর জন্য প্রথমে গুগল মেসেজ অ্যাপটি খুলতে হবে। এরপর ব্যবহারকারী যে ব্যক্তিকে মেসেজ পাঠানো দরকার, সেটি নির্বাচন করতে হবে বা মেসেজটি টাইপ করতে হবে। এরপর সেন্ড অপশনে আলতো ভাবে প্রেস করে মেসেজটিকে ধরে রাখতে হবে। এরপর ফোনে শিডিউল সেন্ড-এর অপশন এলে সেটিতে ক্লিক করতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন - Weather Alert: তাপমাত্রা বাড়ছে চিন্তায়, দু'দিনেই আবহাওয়ার বড় ভোলবদল, রইল লেটেস্ট আপডেট
এর পর ব্যবহারকারী তাঁর ফোনে একটি ‘পিক ডেট এবং টাইম’ পাবেন, সেখানে ক্লিক করে তিনি নির্দিষ্ট দিন ও তারিখ মেসেজটি সেন্ড করার অপশন নির্বাচন করতে পারেন। সিলেক্ট করার পর ‘নেক্সট’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
এবারে এই মেসেজটির শিডিউলিং নিশ্চিত করতে ব্যবহারকারীকে ‘সেভ’ অপশনে ক্লিক করতে হবে। এই ভাবে মেসেজটি সেভ করে রাখলেই নির্দিষ্ট দিন বা তারিখে মেসেজটি কাম্য ব্যক্তির কাছে পৌঁছে যাবে। আবার এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, অ্যান্ড্রয়েড ফোন থেকে এই শিডিউল মেসেজের সুবিধেটি পাওয়ার জন্য ফোনটিকে অবশ্যই ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
Location :
First Published :
December 26, 2022 9:10 PM IST