Purba Bardhaman News: দারুণ ভালবাসেন চুনো মাছ খেতে! এবার তাদের নিয়েই ‘চুনোপুঁটি উৎসব’

Last Updated:

২২ তম খাল, বিল, চুনো পুটি উৎসবে মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলীতে

+
চুনোপুটি

চুনোপুটি উৎসব 

#পূর্ব বর্ধমান: প্রতি বছরের মত এ বছরও খাল বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ এর উদ্যোগে ২২ তম খাল, বিল, চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব উদযাপন হচ্ছে ।
প্রতিবছর পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বাঁশদহ চাঁদের বিলে অনুষ্ঠিত হয় এই উৎসব। শুরু হল এই উৎসব। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাজ্যের মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, রাজ্যের শ্রম ও কৃষিজ বিবরণ দফতরের মন্ত্রী বেচারাম মান্না,পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়ঙ্কা সিংলা, পূর্ব জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহ অন্যান্যরা।
advertisement
advertisement
কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে চুনো মাছ। চুনো মাছ যাতে মানুষের পাতে পরে তার জন্যই মন্ত্রী স্বপন দেবনাথ এই উদ্যোগ নেন প্রতি বছর। তাই তার এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।
advertisement
রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানান, প্রতিবছরের মত এবছরও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এই উৎসব উদযাপন করছেন। কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে চুনো মাছ। চুনো মাছ যাতে মানুষের পাতে পরে তার জন্যই মন্ত্রী স্বপন দেবনাথ এই উদ্যোগ গ্রহণ করেছেন। সমস্ত মানুষকে নিয়ে উৎসব মুখর কর্মসূচিতে সামিল হতে পেরে আমার ভালো লাগছে।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: দারুণ ভালবাসেন চুনো মাছ খেতে! এবার তাদের নিয়েই ‘চুনোপুঁটি উৎসব’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement