Beauty Tips: বছর শেষের ডেটে কাড়ুন মনের মানুষের নজর; কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে, রইল কিছু খুঁটিনাটি টিপস!
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
চর্বিত চর্বণ আর নয়। ডেটে যাওয়ার জন্য স্পেশাল মেকআপ টিপস নিয়ে হাজির হয়েছি আমরা।
#কলকাতা: ডেট মানেই কিন্তু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে ডিনার করা নয়। প্রিয় বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যাওয়া বা মায়ের সঙ্গে প্রাণ খুলে শপিং করাও ডেটের পর্যায়েই পড়ে। উদ্দেশ্য যাই হোক না কেন, আসল কথা হচ্ছে ওই বিশেষ দিনে নিজেকে সাজিয়ে তোলা। এমনভাবে মেকআপ করা যাতে যে কেউ মুগ্ধ হয়ে যায়। যদিও আমরা সেই একই থোড় বড়ি খাড়া মেকআপ রুটিনে আটকে যাই। সেই একই ঘ্যানঘ্যানে লিপস্টিক আর সেই এক প্যানপ্যানে মাস্কারা। তবে চর্বিত চর্বণ আর নয়। ডেটে যাওয়ার জন্য স্পেশাল মেকআপ টিপস নিয়ে হাজির হয়েছি আমরা।
ব্লাশ লুক
একটা উজ্জ্বল বেস তৈরি করতে হবে স্যাটিন ফিনিশ ফাউন্ডেশন দিয়ে যাতে মুখের কোনও দাগ থাকলে সেটা ঢাকা পড়ে যায়। বাড়তি পাউডার মুছে ফেলে গালের উঁচু অংশে ব্লাশার লাগাতে হবে। নিজের প্রিয় শেড বেছে নিয়ে মেকআপ করতে হবে। এমনভাবে মেকআপ করতে হবে যাতে উজ্জ্বলতা বিচ্ছুরিত হয়। সবশেষে চোখের পাতায় হাল্কা ব্লাশ লাগিয়ে নিতে হবে।
advertisement
advertisement
লম্বা চোখের পাতা
এই লুকের জন্য আইশ্যাডো দরকার নেই। নকল লম্বা চোখের পাতা লাগালেই হবে। এবার বাইরের দিক করে চোখের ওই নকল পাতায় ভাল করে মাস্কারা লাগিয়ে নিতে হবে।
advertisement
গ্লো লুক
মেকআপ করার আগে বাম গলিয়ে নিয়ে আঙুলের ডগা দিয়ে সারা মুখে আলতো করে ঘষে নিতে হবে। এবার মেকআপ করতে হবে। কপালের মাঝখান থেকে শুরু করে নাকের ব্রিজ, গালের হাড় এবং চিবুকের সেতু থেকে গালের উঁচু জায়গায় ফাউন্ডেশন প্রয়োগ করতে হবে। চোখের পাতায় ব্রোঞ্জার ব্যবহার করতে হবে। আঙুল দিয়ে গালের হাড়, ব্রোবোন, কিউপিডস বো, এবং নাকের ব্রিজ অংশে উজ্জ্বলতা বাড়াতে আরও বাম লাগাতে হবে।
advertisement
গ্রাফিক লুক
গ্রাফিক আইলাইনার বেছে নিতে হবে। একটি জেল-ক্রিম আইলাইনার পেন্সিল এবং একটি পাতলা আইলাইনার ব্রাশ দিয়ে চোখের ভিতরের কোণ থেকে বাইরের দিকে একটি পাতলা রেখা আঁকতে হবে। এতে ক্যাটস আই লুক আসবে। এবার চোখের অভ্যন্তরীণ কোণে ক্রিজ বরাবর উপরের ডানাটিকে নিচের উইংয়ের সঙ্গে বাঁকিয়ে আরও একটি রেখা টানতে হবে।
advertisement
বেবি ব্লু লুক
প্রথমে ময়েশ্চারাইজিং প্রাইমার দরকার। হাতের অনামিকা দিয়ে আইশ্যাডো বেস করতে হবে। সবশেষে ফ্লাফি আইশ্যাডো ব্রাশ ব্যবহার করে আকাশি-নীল শ্যাডো লাগাতে হবে। পরে ভলিউমাইজিং মাস্কারার প্রয়োজন আছে।
স্মোকি লুক
সোনালি আইশ্যাডো বেছে নিতে হবে। চোখের পাতায় ব্রোঞ্জ মেকআপ লাগাতে হবে। একটি নরম আইশ্যাডো ব্রাশ দিয়ে চোখের কোণে মেকআপ করতে হবে। প্রতিটি আই লিডের মাঝখানে অল্প পরিমাণে শিমার দিতে হবে। শেষে মাস্কারা দিতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 26, 2022 3:05 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Tips: বছর শেষের ডেটে কাড়ুন মনের মানুষের নজর; কীভাবে সাজিয়ে তুলবেন নিজেকে, রইল কিছু খুঁটিনাটি টিপস!