Smartphone: বিশ্বব্যাপী Galaxy A সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করল Samsung, A56, A36 এবং A26-এর দাম ও ফিচার দেখে নিন

Last Updated:

অ্যান্ড্রয়েড ১৫ চালিত মিড রেঞ্জের তিনটি মডেলই 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে। থাকছে স্যামসাংয়ের নতুন ডিজাইনের One UI 7 এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। দামও সাধ্যের মধ্যে।

samsung galaxy a56 a36 a26 launched globally with ai features price specifications
samsung galaxy a56 a36 a26 launched globally with ai features price specifications
Galaxy A সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনল Samsung। Galaxy A56 5G, Galaxy A36 5G এবং Galaxy A26 5G। তিনটি ফোনেই 6.7 ইঞ্চির Super AMOLED স্ক্রিন, 5000 mAh ব্যাটারি এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে।
অ্যান্ড্রয়েড ১৫ চালিত মিড রেঞ্জের তিনটি মডেলই 128GB এবং 256GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে। থাকছে স্যামসাংয়ের নতুন ডিজাইনের One UI 7 এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। দামও সাধ্যের মধ্যে।
আরও পড়ুনঃ ডায়াবেটিস রোগীরা ভুলেও মুখে দেবেন না এই ৩ সবজি! ব্লাড সুগার বেড়ে ঝাঝরা হবে শরীর!
দাম ও রঙ: Galaxy A56 মিলবে পিঙ্ক, অলিভ, গ্রাফাইট এবং লাইট গ্রে রঙে। Galaxy A36-এও ৪টি রঙের ভেরিয়েন্ট রয়েছে, ল্যাভেন্ডার, ব্ল্যাক, হোয়াইট এবং লাইম। Galaxy A26 5G ব্ল্যাক, হোয়াইট, মিন্ট এবং পিচ পিঙ্ক রঙে কিনতে পারবেন ইউজাররা।
advertisement
advertisement
Galaxy A26 5G স্মার্টফোনের 6GB ও 128GB স্টোরেজ অপশনের মডেলের দাম রাখা হয়েছে ২৬,২০০ টাকা। 8GB ও 256GB স্টোরেজ অপশনের দাম ৩২,৯০০ টাকা। Galaxy A36 5G-এর 6GB ও 128GB স্টোরেজ অপশনের মডেলের দাম ৩৫,০০০ টাকা আর 8GB ও 256GB স্টোরেজ অপশনের দাম পড়বে ৩৬,২০০ টাকা। Galaxy A56 5G-এর 6GB ও 128GB এবং 8GB ও 256GB স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ৪৩,৭০০ টাকা এবং ৪৮,০০০ টাকা।
advertisement
Samsung Galaxy A26-এর ফিচার ও স্পেসিফিকেশন: Galaxy A26-এ রয়েছে 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট রয়েছে। সুরক্ষার জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass। Exynos 1380 চিপসেট চালিত এই মডেলে Android 15 অপারেটিং সিস্টেম রয়েছে। যা One UI 7 কাস্টম স্কিনে চলে।
এতে ৬টি OS আপডেট ও ৬ বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাবেন ইউজাররা। দেওয়া হয়েছে 50MP OIS প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার), 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 2MP ম্যাক্রো ক্যামেরা এবং সেলফির জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা। 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
advertisement
Samsung Galaxy A36 – ফিচার ও স্পেসিফিকেশন: Galaxy A36-এ রয়েছে 6.7 ইঞ্চির sAMOLED ডিসপ্লে যার 120Hz রিফ্রেশ রেট রয়েছে। সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7+ ব্যবহার করা হয়েছে। Android 15 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে One UI 7 কাস্টম স্কিনে চলে। দেওয়া হয়েছে Snapdragon 6 Gen 3 SoC চিপসেট।
আরও পড়ুনঃ ব্রাশ করার সময় দাঁত থেকে রক্ত বের হচ্ছে? অবহেলা করবেন না, এই ‘বড়’ রোগের লক্ষণ হতে পারে
এতেও 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 5MP ম্যাক্রো ক্যামেরা এবং সেলফির জন্য 12MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। রয়েছে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
advertisement
Galaxy A56 – ফিচার ও স্পেসিফিকেশন: Galaxy A56-এ রয়েছে 6.7 ইঞ্চির sAMOLED ডিসপ্লে, যার 120Hz রিফ্রেশ রেট। সঙ্গে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 7+-এর সুরক্ষাকবচ। রয়েছে Android 15 অপারেটিং সিস্টেম, Exynos 1580 চিপসেট। এটাও One UI 7 কাস্টম স্কিনে চলে।
এতে 50MP OIS প্রাইমারি ক্যামেরা (f/1.8 অ্যাপারচার), 12 MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 5MP ম্যাক্রো ক্যামেরা এবং সেলফির জন্য 12MP-এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যান্য মডেলের মতো এতেও 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: বিশ্বব্যাপী Galaxy A সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করল Samsung, A56, A36 এবং A26-এর দাম ও ফিচার দেখে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement