হোম /খবর /প্রযুক্তি /
কি-বোর্ডে দু’টি Shift Key থাকে কিন্তু কেন? ৯৯% মানুষ জানেন না

Tech Knowledge: কি-বোর্ডে দু’টি Shift Key থাকে কিন্তু কেন? ৯৯% মানুষ জানেন না

কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে দু’টি Shift বোতাম থাকে দু’জায়গায়

কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে দু’টি Shift বোতাম থাকে দু’জায়গায়

Tech Knowledge: কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে দু’টি Shift বোতাম থাকে দু’জায়গায়। এটা প্রায় আমরা সকলেই জানি। কিন্তু কেন

  • Share this:

কম্পিউটার বা ল্যাপটপের কি-বোর্ডে দু’টি Shift বোতাম থাকে দু’জায়গায়। এটা প্রায় আমরা সকলেই জানি। কিন্তু কেন একই বোতাম দু’বার দেওয়া হল, তা কি আমরা কখনও ভেবে দেখেছি! আসলে উত্তরটা খুবই সহজ।

কম্পিউটারের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই পৃথিবীর মানুষের জীবন একেবারে বদলে গেছে। খুব সহজ হয়ে গেছে কাজ। সাম্প্রতিক বছরগুলিতে তো প্রায় সব কাজই বাড়ি থেকে ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। ব্যক্তিগত কম্পিউটারে টাইপ করার সময় কি-বোর্ড ব্যবহার করা হয়।

অক্ষর, সংখ্যার পাশাপাশি আরও বেশ কিছু বোতাম সেখানে থাকে, যা নানা কাজে লাগে। এর মধ্যে অন্যতম হল Enter, Shift এবং Alt ও Ctrl। এগুলি খুব জরুরি বোতাম।

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

কিন্তু কেন এভাবে সাজানো হল বোতামগুলিকে! জেনে নেওয়া যাক আসল ঘটনা—

আসলে, কম্পিউটার কীবোর্ডে দু’টি Shift বোতাম দেওয়া হয়েছে যাতে ব্যবহারকারীরা সহজেই তা ব্যবহার করতে পারেন। অর্থাৎ অন্য সমস্ত ‘কি’ ব্যবহার করার সময় Shift-এর কাজ করতে যাতে কোনও অসুবিধা না হয়।

ধরা যাক, কোনও ব্যক্তি তাড়াতাড়ি টাইপ করার জন্য দু’টি হাত ব্যবহার করেন। সেক্ষেত্রে, ডান দিকের সমস্ত বোতামের সঙ্গে বাঁ দিকের Shift বোতাম ব্যবহার করা সহজ। আবার কি-বোর্ডের বাঁ দিকের সমস্ত বোতামের সঙ্গে ডান দিকের Shift বোতাম ব্যবহার করা সহজ।

আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না

এবার জেনে নেওয়া যাক এই Shift বোতামটি কী ভাবে কাজের গতি বাড়িয়ে দিতে পারে। আসলে এটি শর্টকাট তৈরি করতে পারে। ধরা যাক, কেউ কোনও লাইনের অবস্থানে হাইলাইট করতে চাইছেন, সেক্ষেত্রে Shift+Home শর্টকাট ‘কি’ ব্যবহার করা যেতে পারে।

মজার কথা হল কাজের সুবিধার জন্যই এই দু’টি ‘কি’ রাখা হয়েছে। এদের কাজ আসলে একই। এই বোতামটি চেপে ধরে অন্য অক্ষর চাপলে ইংরিজির ক্ষেত্রে বড় হাতের অক্ষর পাওয়া যায়।

Shift ‘কি’-এর অন্য ব্যবহার:

রিসাইকেল বিনকে বাইপাস করতে Shift ‘কি’ ব্যবহার করা যেতে পারে। তাছাড়াও, কোনও ফাইল সিলেক্ট করতেও ব্যবহৃত হয়। আবার কোনও ফাইল বা ইমেজ পর পর সিলেক্ট করার সময়ও Shift চেপে থাকলে কাজ হয়।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: General Knowledge, Shift key, Tech tips