Tech Issues: WhatsApp-এ মেসেজ যাচ্ছে না? নিজের সমস্যা না সার্ভার ডাউন বুঝবেন কী ভাবে?

Last Updated:

কোনও অ্যাপ বা সাইট ডাউন আছে কি না এবং বিশেষ কোনও এলাকায় এমন সমস্যা হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য Downdetector একটি জনপ্রিয় সাইট।

Tech Issues: Message from whatsapp to twitter not going- Photo- Representative
Tech Issues: Message from whatsapp to twitter not going- Photo- Representative
#কলকাতা: অনেক সময়ই দেখা যায় যে, নেটমাধ্যমের বেশ কিছু বড় বড় ওয়েবসাইট, অ্যাপ এবং অনলাইন পরিষেবা প্রদানকারী অ্যাপগুলি বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। এর পেছনে নানা টেকনিক্যাল কারণ তো রয়েছেই, তবে এর সবচেয়ে বড় কারণ হলে সার্ভারের ওপর অতিরিক্ত লোড আরোপ। বিশ্বব্যাপী এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অনলাইন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জনপ্রিয়তার কারণে প্রতিদিন, প্রতিমুহূর্তে অসংখ্য মানুষ এই সাইটে আসেন। ফলে একই সঙ্গে অসংখ্য মানুষকে পরিষেবা প্রদান করতে গিয়ে বড় বড় ওয়েবসাইটগুলো স্থবির হয়ে পড়ে।
ব্যবহারকারীরা যদি একটি ওয়েবসাইট খুলতে কোনও সমস্যার সম্মুখীন হন এবং সেই ওয়েবসাইটটি আদৌ ডাউন আছে কি না তা জানতে চান তাহলে Downdetector ব্যবহার করতে পারেন। কোনও অ্যাপ বা সাইট ডাউন আছে কি না এবং বিশেষ কোনও এলাকায় এমন সমস্যা হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য Downdetector একটি জনপ্রিয় সাইট।
advertisement
advertisement
ইতিমধ্যে Downdetector ২০২২ সালের সবচেয়ে বড় সার্ভার ডাউনের তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে WhatsApp থেকে Twitter পর্যন্ত বিভিন্ন জনপ্রিয় অ্যাপ ও পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্ম।
advertisement
Spotify এই বছরের ৮ মার্চ ২০২২ তারিখে যেমন এক ভয়াবহ সার্ভার বিভ্রাটের সম্মুখীন হয়েছিল। এর ফলে প্রায় ৩০ লক্ষ মানুষ এই ঘটনার বিরুদ্ধে রিপোর্ট করেছেন। জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং পোর্টাল ওই তারিখে বছরের সবচেয়ে গুরুতর সার্ভার সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছিল। Downdetector-এর মতে এই সমস্যার ফলে ব্যবহারকারীরা প্রায় দুই ঘন্টার মতো দীর্ঘসময়ে তাঁদের প্রিয় সঙ্গীত এবং পডকাস্ট স্ট্রিম করতে পারেননি।
advertisement
এর পরের ঘটনা ২৫ অক্টোবর ২০২২ তারিখের, ওই দিন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজ অ্যাপ WhatsApp হঠাৎ বন্ধ হয়ে যায়। WhatsApp ডাউন হওয়ার ফলে বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সারা বিশ্ব জুড়ে এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। সার্ভার ডাউনের সময় WhatsApp প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এই সময়ে ২.৯০ লক্ষ মানুষ ডাউনডিটেক্টরে এই ঘটনার রিপোর্ট করেছেন।
advertisement
এর পরে রয়েছে Roblox। এটি ৪ মে, ২০২২ তারিখে হঠাৎই কাজ করা বন্ধ করে দেয়। প্রায় ৭ লক্ষ মানুষ এই ঘটনার বিষয়ে রিপোর্ট করেছেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মাল্টিপ্লেয়ার গেমিং প্ল্যাটফর্মে খেলোয়াড়দের ভিড় হঠাৎ বেড়ে যাওয়ায় অ্যাপটি ক্র্যাশ হয়ে যায় এবং ব্যবহারকারীরা টানা কয়েক ঘণ্টার জন্য অ্যাপটি ব্যবহার করতে অক্ষম ছিলেন।
advertisement
বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ Instagram-ও এই বছর একই সমস্যার সম্মুখীন হয়েছে। গত ১৪ জুলাই, ২০২২ তারিখে লক্ষাধিক মানুষ এই ঘটনার বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন। সার্ভার ডাউনের জেরে নেটিজেনরা প্রায় তিন ঘন্টা অ্যাপটি অ্যাক্সেস করতে পারেননি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Tech Issues: WhatsApp-এ মেসেজ যাচ্ছে না? নিজের সমস্যা না সার্ভার ডাউন বুঝবেন কী ভাবে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement