Flipkart-এ দেদার সেল, জলের দামে মিলছে ব্র্যান্ডেড স্মার্ট টিভি!

Last Updated:

Cheap Smart TV: ফ্লিপকার্টের ইয়ার এন্ড সেল যেন সোনায় সোহাগা! অফারের আওতায় থাকছে Mi, Samsung, Realme-এর মতো নামি-দামি ব্র্যান্ডের টিভি যা অত্যন্ত কম দামে পাওয়া উপলব্ধ রয়েছে এই সেলে।

Cheap Smart TV: smart tv offer on flipkart year end sale
Cheap Smart TV: smart tv offer on flipkart year end sale
#কলকাতা: চলতি বছর শেষ হতে আর কয়েকটি দিন মাত্র বাকি। প্রতি বছরের মতোই এই বছরেও ফ্লিপকার্টের মহাধামাকার সম্ভার চলে এসেছে, যার পোশাকি নাম ফ্লিপকার্ট ইয়ার এন্ড সেল! স্মার্টফোন থেকে ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ক্যাটাগরিতে মিলছে আকর্ষণীয় অফার। বিশেষ করে ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে বিক্রি হওয়া স্মার্ট টিভিতে রয়েছে দুদার্ন্ত সব অফার। যাঁরা অনেকদিন ধরেই স্মার্ট টিভি কেনার কথা ভাবছিলেন এবারে তাঁদের স্বপ্ন পূরণ হতে চলেছে। গ্রাহকরা নামমাত্র দামে ফ্লিপকার্ট থেকে স্মার্ট টিভি কিনতে পারবেন। এবারের বেস্ট সেলার স্মার্ট টিভির তালিকায় গ্রাহকরা মাত্র ৬ হাজার ২৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে কেনাকাটার সুযোগ পাবেন। এই অফারের আওতায় থাকছে Mi, Samsung, Realme-এর মতো নামি-দামি ব্র্যান্ডের টিভি যা অত্যন্ত কম দামে পাওয়া উপলব্ধ রয়েছে এই সেলে।
iFFALCON TCL F53- ফ্লিপকার্টে গ্রাহকদের পছন্দের তালিকায় থাকা পছন্দের অ্যান্ড্রয়েড ১১ জেন সহ iFFALCON TCL F53 ফুল (৩২ ইঞ্চি, এইচডি এলইডি স্ক্রিন) এইচডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি গ্রাহকরা পাবেন মাত্র ১৮ হাজার ৪৯৯ টাকায়। গ্রাহকরা এই টিভিতে ক্রয় মূল্যের ওপর ৪৯% ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারের অধীনে সেলে ১১ হাজার টাকার ছাড়ও পাওয়া যাবে।
advertisement
advertisement
Mi 5A- টিএলসি ছাড়াও গ্রাহকরা মাত্র ১৩ হাজার ৯৯৯ টাকায় পাচ্ছেন Mi 5A ৮০ সেমির (৩২ ইঞ্চি, এইচডি এলইডি স্ক্রিন) এইচডি রেডি এলইডি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি। এছাড়াও এক্সচেঞ্জ অফারের অধীনে গ্রাহকরা ১১ হাজার টাকার বিশেষ ছাড়ও পাবেন।
advertisement
Thomson Alpha- ফ্লিপকার্টে জনপ্রিয় স্মার্ট টিভির তালিকায় থাকা Thomson Alpha ৮০ সেমির (৩২ ইঞ্চি, এইচডি এলইডি স্ক্রিন) এইচডি রেডি এলইডি স্মার্ট লিনাক্স টিভি পাওয়া যাচ্ছে মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায়, সঙ্গে ৪৬% ছাড়ও দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারের আওতায় গ্রাহকরা ৬ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। ফিচারের মধ্যে এতে রয়েছে এতে ৩০ ওয়াট সাউন্ড আউটপুট এবং বেজেল-লেস ডিজাইন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart-এ দেদার সেল, জলের দামে মিলছে ব্র্যান্ডেড স্মার্ট টিভি!
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement