১৭ বছর আগে লঞ্চ হওয়া গাড়ি, ভয়ে কেঁপে গিয়েছিল পুরো অটো ইন্ডাস্ট্রি! নামটা জানেন?
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Suman Majumder
Last Updated:
Tata Nano- চমকে উঠল গোটা বিশ্ব। গাড়ি নির্মাণকারী সংস্থাগুলো আঁতকে উঠল। এত কম দামে চারচাকা গাড়ি! বাজারে হুলস্থূল পড়ে গেল।
কলকাতা: ২০০৮ সালের ১০ জানুয়ারি। বিশ্ববাসীকে একটা নতুন গাড়ি দেখালেন রতন টাটা। সঙ্গে দেখালেন স্বপ্ন। শুধু ধনীরা নয়, মধ্যবিত্ত এমনকী নিম্নবিত্তরাও গাড়ি কিনতে পারবেন। সেটা হল, ‘টাটা ন্যানো’, দাম মাত্র এক লাখ টাকা।
চমকে উঠল গোটা বিশ্ব। গাড়ি নির্মাণকারী সংস্থাগুলো আঁতকে উঠল। এত কম দামে চারচাকা গাড়ি! বাজারে হুলস্থূল পড়ে গেল। লঞ্চের পরই ন্যানোর বিপুল বুকিং দেখে রীতিমতো কাঁপতে শুরু করে দেশের অন্যান্য গাড়ি নির্মাতা কোম্পানিগুলো।
এরপর ১৭ বছর কেটে গিয়েছে। এই সুদীর্ঘ যাত্রাপথ ন্যানোর জন্য খুব একটা মসৃণ হয়নি। তবে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নড়েচড়ে বসতে বাধ্য হয়। এন্ট্রি লেভেল সেগমেন্টে তখনও পর্যন্ত গাড়ির দাম থাকত এর দ্বিগুণেরও বেশি। আসলে দেশের মধ্যবিত্তদের হাতে গাড়ি তুলে দেওয়াই ছিল রতন টাটার স্বপ্ন। টাটা ন্যানোর হাত ধরেই সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
কেন ভয় পেয়েছিল অটোমোবাইল ইন্ডাস্ট্রি?
সস্তা দাম: টাটা ন্যানোর দাম ১ লাখ টাকা। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। এটাই ছিল ন্যানোর সবচেয়ে বড় বৈশিষ্ট। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা এক ধাক্কায় বেড়ে যায়। ভয় পেয়ে যায় গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি।
আরও পড়ুন- ফোনের স্টোরেজ ফুল? কিচ্ছু ডিলিট করতে হবে না, দিব্যি খালি হবে ‘মেমরি’!
বিপুল বুকিং: লঞ্চের আগেই ন্যানোর লাখো ইউনিট বুকিং হয়ে যায়। স্পষ্ট হয়ে যায়, বাজারে সস্তা গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
নয়া প্রযুক্তি: ন্যানোতে বেশ কিছু নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। যার কারণেই অন্যান্য গাড়ির তুলনায় এর দাম ছিল অনেকটাই কম।
রতন টাটার স্বপ্ন: রতন টাটার স্বপ্ন ছিল, প্রত্যেক ভারতীয়র নিজস্ব গাড়ি থাকবে। ন্যানো ছিল সেই স্বপ্নের প্রতীক।
ন্যানোর সাফল্য এবং ব্যর্থতা
লঞ্চের পর ন্যানো নিয়ে যে বিপুল আগ্রহ তৈরি হয়েছিল, ধীরে ধীরে তা কমতে থাকে। বেশ কিছু প্রশ্নও তোলেন ফোর হুইলার বিশেষজ্ঞরা। ধীরে ধীরে উৎপাদন কমতে থাকে। এক পর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়।
advertisement
কোয়ালিটি ইস্যু: অনেকেই ন্যানোর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ডিজাইন: ন্যানো আকারে ছোট। এই ডিজাইনও অনেকেই পছন্দ হয়নি।
আরও পড়ুন- বাইক চলতে চলতে বন্ধ হয় কেন? ৫টি জিনিস মাথায় রাখুন, সমস্যা হবে না
বাজারে বদল: সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দও বদলে গেল। ফিচার বেশি এমন গাড়ি কিনতে শুরু করলেন ক্রেতারা।
advertisement
প্রতিযোগিতা: অন্যান্য গাড়ি নির্মাণকারী সংস্থাও এই সেগমেন্টে প্রবেশ করে। তুমুল প্রতিযোগিতার মুখে পড়ে যায় ন্যানো।
পরিশেষে: ভারতের অটো ইন্ডাস্ট্রিতে নতুন যুগের সূচনা করেছিল ন্যানো। তবে অনেক কিছুই পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। প্রকল্প সফল না হওয়ার আরও অনেক কারণও রয়েছে। তবু ন্যানো প্রমাণ করে দিয়েছে, ভারতের বাজারে সস্তা গাড়ির বিপুল চাহিদা রয়েছে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2025 8:44 PM IST










