বাইক চলতে চলতে বন্ধ হয় কেন? ৫টি জিনিস মাথায় রাখুন, সমস্যা হবে না
- Published by:Suman Majumder
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Bikes- এটাই সবচেয়ে সাধারণ কারণ। ট্যাঙ্কে ফুয়েল কম থাকলে বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যান্য সম্ভাব্য কারণ এবং সমাধান:কার্বুরেটর – কার্বুরেটরে ময়লা জমলে বাইক চলতে চলতে বারবার বন্ধ হয়ে যেতে পারে। পরিস্কার করতে হবে। ইগনিশন কয়েল – ইগনিশন কয়েল বন্ধ হয়ে গেলেও বাইক বন্ধ হয়ে যেতে পারে। এটাও দেখে নেওয়ার প্রয়োজন রয়েছে। সেন্সর – বাইকে বিভিন্ন সেন্সর থাকে। সেগুলোর একটাও যদি খারাপ হয়, বাইক বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে মেকানিকের কাছে নিয়ে যাওয়াই ভাল। ওভারহিটিং – ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলেও বাইক বন্ধ হয়ে যায়। সবার আগে ইঞ্জিন ঠান্ডা করতে হবে। তারপর স্টার্ট দিলে ফের বাইক চলতে শুরু করবে।