Fridge Temperature : বর্ষাকালে ফ্রিজের এই "গোপন সুইচ" ON করতে হয়! অনেকেই জানেন না, খাবার নষ্ট হতে পারে

Last Updated:

Fridge temperature during monsoon- বর্ষার মরসুমে তাপমাত্রা কিছুটা কমে যায়। কিন্তু বাতাসে আর্দ্রতা (Humidity) অনেক বেড়ে যায়। এই সময়ে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

News18
News18
কলকাতা :  আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতেই ফ্রিজ থাকে। খাবার, সবজি ও ফলকে দীর্ঘ সময় ধরে টাটকা রাখার জন্য ফ্রিজের ব্যবহার অত্যন্ত জরুরি। কিন্তু অনেকেই জানেন না, যদি ফ্রিজকে সঠিকভাবে ব্যবহার না করা হয়, তা হলে তা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে সেটি। আর খাবারও নষ্ট হতে শুরু করে।
বর্ষার মরসুমে তাপমাত্রা কিছুটা কমে যায়। কিন্তু বাতাসে আর্দ্রতা (Humidity) অনেক বেড়ে যায়। এই সময়ে খাবার দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আর ফ্রিজের সঠিক সেটিং না থাকলে দুধ, সবজি এবং রান্না করা খাবার বেশিক্ষণ ভাল থাকে না।
এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন হল, বর্ষার সময়ে ফ্রিজ কত নাম্বারে চালানো উচিত? ফ্রিজের ভিতরের তাপমাত্রা যত ঠান্ডা থাকবে, খাবার তত দীর্ঘ সময় পর্যন্ত ভাল থাকবে। কিন্তু খুব বেশি ঠান্ডা করলেও কিছু খাবারের উপর বরফ জমতে শুরু করে। অন্যদিকে, যদি ঠান্ডা কম থাকে তাহলে ব্যাকটেরিয়া খুব দ্রুত ছড়াতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুন- এক বালতি জলে শুধু মেশান এক টাকার এই জিনিস, একেবারে নতুন হয়ে যাবে বাইক!
ফ্রিজে সঠিক তাপমাত্রা সেট করা অত্যন্ত জরুরি। সাধারণভাবে ফ্রিজে ১ থেকে ৭ পর্যন্ত নম্বর দেওয়া থাকে টেম্পারেচার ডায়ালে। 
মানে, যত বড় নম্বর হবে, তত বেশি ঠান্ডা হবে। যেমন- 1 = সবচেয়ে কম ঠান্ডা, 7 = সবচেয়ে বেশি ঠান্ডা। বর্ষাকালে সাধারণত 4 বা 5 নম্বরে রাখা উপযুক্ত, কারণ অতিরিক্ত ঠান্ডা করলে দুধ বা সবজির উপর বরফ জমতে পারে।
advertisement
আরও পড়ুন- কেউ মেসেজ পাঠিয়ে টুক করে ডিলিট করে দিল? হোয়াটসঅ্যাপ-এ deleted মেসেজ দেখার কায়দা শিখে নিন
অনেক ফ্রিজে আপনি লক্ষ্য করবেন, ৩ বা ৪ নম্বরের কাছে “বৃষ্টি” বা বর্ষার প্রতীক আঁকা থাকে। সেটি এই সময় অন করে দিতে হয়। বর্ষায় বারবার ফ্রিজ খুলবেন না, এতে ভিতরের ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়। ফ্রিজের ভিতরে জলকণা জমলে বুঝবেন কুলিং বেশি হচ্ছে। ফ্রিজের পিছনের কনডেন্সার কয়েল পরিষ্কার রাখুন।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Fridge Temperature : বর্ষাকালে ফ্রিজের এই "গোপন সুইচ" ON করতে হয়! অনেকেই জানেন না, খাবার নষ্ট হতে পারে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement