Bikes : এক বালতি জলে শুধু মেশান এক টাকার এই জিনিস, একেবারে নতুন হয়ে যাবে বাইক!
- Published by:Suman Majumder
- Written by:Trending Desk
Last Updated:
Bike Wash Tips- আজ আমরা এমন একটি কৌশলের কথা বলব, যার মাধ্যমে গাড়ি একেবারে নতুনের মতো ঝাঁ-চকচকে হয়ে উঠবে। তবে এর জন্য কোথাও যেতেও হবে না। খরচ হবে মাত্র এক টাকা।
কলকাতা: অনেক সময় গাড়ি সে দু চাকাই হোক কিংবা চার চাকাই হোক, এতটাই নোংরা হয়ে যায় যে, তা পরিষ্কার করতে রীতিমতো বেগ পেতে হয় গাড়ির মালিককে। কিন্তু ধুলোময়লা পড়ে যাওয়া নোংরা গাড়িকে পরিষ্কার করার জন্য দামি কোনও ওয়ার্কশপে নিয়ে যেতেই হয়। শুধু তা-ই নয়, অনেক সময় গাড়ি পরিষ্কার করার জন্য সার্ভিস সেন্টারে পর্যন্ত চলে যান গাড়ির মালিকেরা। যদিও আজ আমরা এমন একটি কৌশলের কথা বলব, যার মাধ্যমে গাড়ি একেবারে নতুনের মতো ঝাঁ-চকচকে হয়ে উঠবে। তবে এর জন্য কোথাও যেতেও হবে না। বাড়িতে বসে শুধুমাত্র ১ টাকা খরচ করলেই হয়ে যাবে! ঝকঝক করবে গাড়ি আর পকেটের উপর কোনও রকম চাপও পড়বে না।
এক টাকায় কাজ হাসিল:
এখন অনেকেই মনে করবেন যে, হাজার হাজার টাকা দিয়ে যে কাজ হয়, সেই কাজ ১ টাকায় কীভাবে সম্ভব। আসলে যদি কারও টু-হুইলার অথবা ফোর হুইলার নোংরা হয়ে যায় কিংবা গাড়ির ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়, তাহলে এক বালতি জল নিতে হবে। তার মধ্যে ১ টাকা দামের একটি শ্যাম্পু ভাল করে মিশিয়ে নিতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুন- ১৬ বিলিয়ন তথ্য ফাঁস! আপনার পাসওয়ার্ডও কি এই তালিকায়? এই ৪ টুলেই মিলবে উত্তর!
১ টাকার শ্যাম্পুই করবে কামাল:
এই কাজের জন্য কামাল করবে মাত্র ১ টাকার শ্যাম্পুই। এর জন্য যে কোনও শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। ১ টাকার শ্যাম্পুতেও কাজ চলে যাবে। এক বালতি জলে মিশিয়ে নিতে হবে সেই শ্যাম্পু। আসলে গাড়ির আকার বা মাপ অনুযায়ী জল নিতে হবে। এবার মগের সাহায্যে অল্প অল্প করে জল ঢালতে হবে। গাড়ির উপর জল ছিটিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে অল্প ঘষতে হবে।
advertisement
এরপর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে:
হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করার পর দেখা যাবে শ্যাম্পুর ফেনা বার হবে। গোটা গাড়িটি এভাবে পরিষ্কার করা হয়ে গেলে পরিষ্কার জল নিয়ে গাড়িতে ঢেলে আবারও তা পরিষ্কার করে নিতে হবে। মাথায় রাখতে হবে যে, অন্তত ২-৩ বার পরিষ্কার জল দিয়ে এভাবে গাড়িটি ধুয়ে নিতে হবে। কারণ এভাবে সাফ-সাফাই করা না হলে গাড়ির উপর শ্যাম্পুর দাগ রয়ে যাবে। আর শুকনো হওয়ার পর সেটা ভাল দেখাবে না।
advertisement
আয়নার মতো চকচক করবে গাড়ি:
বারবার পরিষ্কার জল দিয়ে গাড়ি ধুয়ে নিলে দেখা যাবে, একেবারে আয়নার মতো চকচক করছে গাড়িটি। এমনকী নিজের মুখ পর্যন্ত দেখা যাবে আয়নার মতো গাড়িতে। একমাত্র নতুন অবস্থাতেই গাড়িতে এমন ঔজ্জ্বল্য দেখা যায়। ফলে মনে হবে যে, শোরুম থেকে নতুন গাড়ি বেরোচ্ছে। এরপর শুকনো নরম সুতির কাপড় দিয়ে গাড়িটি মুছে ফেলতে হবে। ফলে কোনও খরচ ছাড়াই গাড়ি, স্কুটার কিংবা বাইক একেবারে চকচক করবে ঠিক আয়নার মতো।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 13, 2025 2:50 PM IST