Suniel Shetty-Waayu: সুনীল শেঠির হাত ধরে এসেছে নতুন ফুড ডেলিভারি অ্যাপ Waayu, স্যুইগি-জোম্যাটোর সঙ্গে এর পার্থক্য কোথায়?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
মুম্বই হোটেলসের তরফে ফুড ডেলিভারির জন্য নিজস্ব এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। আর এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। যিনি নিজেও হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু নতুন এই ফুড ডেলিভারি অ্যাপের বিশেষত্ব কী?
মুম্বই: স্যুইগি, জোম্যাটোর পর সম্প্রতি বাজারে এসেছে নতুন ফুড ডেলিভারি অ্যাপ – Waayu। মুম্বই হোটেলসের তরফে ফুড ডেলিভারির জন্য নিজস্ব এই অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। আর এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠি। যিনি নিজেও হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত। কিন্তু নতুন এই ফুড ডেলিভারি অ্যাপের বিশেষত্ব কী?
মুম্বই হোটেলসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অত্যন্ত কম টাকায় সময়ের মধ্যে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ভাল মানের খাবার গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেবে ফুড ডেলিভারি অ্যাপ – Waayu। আর সবথেকে বড় কথা হল, প্রতিদ্বন্দ্বী অ্যাপ স্যুইগি আর জোম্যাটোর তুলনায় এটা ১৫-২০ শতাংশ সস্তা হবে। এমনটাই দাবি ওই সংস্থার। তবে আপাতত শুধুমাত্র মুম্বইয়ের মতো শহরেই এই অ্যাপ চালু করা হয়েছে। খুব শীঘ্রই দেশের অন্যান্য শহরেও এই অ্যাপ চালু করা হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
advertisement
এই ফুড ডেলিভারি অ্যাপ তৈরি করেছেন টেক উদ্যোগপতি অনিরুদ্ধ কোটগিরে এবং মন্দার লান্দে। এই পরিষেবা সংক্রান্ত সফটওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে মুম্বইয়ের এক হাজারের বেশি রেস্তোরাঁ নিজেদের গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে পারবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, রেস্তোরাঁর থেকে কোনও রকম কমিশন ফি চার্জ করে না Waayu অ্যাপ। এতে প্রতিযোগিতামূলক দর এবং ভাল দর পেতে পারবেন গ্রাহকরা।
advertisement
Waayu অ্যাপ ব্যবহারের উপায়:
এই অ্যাপের দুটি ভার্সন রয়েছে – ডেলিভারি একজিকিউটিভদের জন্য রয়েছে Waayu Delivery Partner এবং গ্রাহকদের জন্য রয়েছে Waayu। গ্রাহক হিসেবে কীভাবে এই অ্যাপ ব্যবহার করা যায়, সেটা রইল নীচে:
প্রথমে গুগল প্লে স্টোর থেকে Waayu অ্যাপ ডাউনলোড করতে হবে। অথবা ব্রাউজারে গিয়ে ওয়েবসাইট waayu.app -এ যেতে হবে।
advertisement
ফোন নম্বর অথবা ই-মেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ বা লগ ইন করতে হবে।
নিজের লোকেশন দিতে হবে অথবা অ্যাপকে জিপিএস অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে।
এবার যেসব রেস্তোরাঁ গ্রাহকের ঠিকানায় খাবার ডেলিভারি করছে, সেগুলি এবং তাদের মেন্যু ব্রাউজ করতে হবে। এমনকী ক্যুইজিন, রেটিং, দাম অথবা অফারের নিরিখে ফিল্টার করা যাবে।
advertisement
খাবারের পদ বেছে নিতে হবে। তা কার্টে যোগ করতে হবে। নিজের পছন্দমতো অর্ডার কাস্টোমাইজ অথবা স্পেশ্যাল ইনস্ট্রাকশন দেওয়া সম্ভব।
নিজের অর্ডার রিভিউ করে নিয়ে চেক-আউটের জন্য প্রসিড অপশন বেছে নিতে হবে। এর পর অনলাইন কিংবা ক্যাশ অন জেলিভারির মতো পেমেন্ট মোড বেছে নেওয়া যাবে। এর সঙ্গে ডিসকাউন্ট প্রযোজ্য হলে অবশ্য কুপন কোড দিতে হবে।
advertisement
অর্ডার কনফার্ম করতে হবে। রেস্তোরাঁর তরফে কনফার্মেশন মেসেজের জন্য অপেক্ষা করতে হবে। এবার অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে নিজের অর্ডার স্টেটাস এবং নির্ধারিত ডেলিভারি টাইম ট্র্যাক করা যাবে।
ডেলিভারি হয়ে গেলে অ্যাপ অথবা ওয়েবসাইটে খাবার ও ডেলিভারির রিভিও এবং রেটিং দিতে পারবেন গ্রাহক।
Location :
Mumbai,Maharashtra
First Published :
June 21, 2023 11:10 AM IST