Poonam Dhillon's Daughter: ফিটনেস আর সৌন্দর্যে মডেলদের পিছনে ফেলে দেবেন পুনম ধিলোঁর কন্যা! বলিউডেও কি পা রাখতে চলেছেন?

Last Updated:

পুনমের কন্যার নাম পালোমা ধিলোঁ। তেমন ভাবে প্রচারের আলো এখনও পড়েনি তাঁর উপরে। তবে সোশ্যাল মিডিয়ায় পুনম শেয়ার করেন মেয়ের ছবি। সেখান থেকেই দেখা গিয়েছে তাঁর রূপের ঝলক।

ফিটনেস আর সৌন্দর্যে মডেলদের পিছনে ফেলে দেবেন পুনম ধিলোঁর কন্যা! বলিউডেও কি পা রাখতে চলেছেন?
ফিটনেস আর সৌন্দর্যে মডেলদের পিছনে ফেলে দেবেন পুনম ধিলোঁর কন্যা! বলিউডেও কি পা রাখতে চলেছেন?
মুম্বই: আশির দশকের বি-টাউনের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন পুনম ধিলোঁ। ১৯৭৮ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতে নিজের সৌন্দর্যের মাধ্যমে সকলের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে তাঁর কন্যাটিও কিন্তু সৌন্দর্যে কম যান না। অবশ্য এখনও প্রচারের আলোয় আসেননি তিনি। আজ পরিচয় করিয়ে দেওয়া যাক পুনম-কন্যার সঙ্গে।
পুনমের কন্যার নাম পালোমা ধিলোঁ। তেমন ভাবে প্রচারের আলো এখনও পড়েনি তাঁর উপরে। তবে সোশ্যাল মিডিয়ায় পুনম শেয়ার করেন মেয়ের ছবি। সেখান থেকেই দেখা গিয়েছে তাঁর রূপের ঝলক। ফিটনেস আর সৌন্দর্যে যে কোনও মডেলকে পিছনে ফেলে দিতে পারেন তিনি। পালোমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকলেও তা ‘ব্যক্তিগত’ করা রয়েছে।
advertisement
advertisement
পালোমার বয়স ২৭। অত্য়ন্ত গ্ল্যামারাস এই স্টার কিডের ছবি কিংবা ভিডিও দেখা যায় একমাত্র পুনমের শেয়ার করা পোস্টেই। ফলে ভক্তরাও মুগ্ধ এ-হেন সৌন্দর্যে। হামেশাই পুনমের পোস্টে পালোমার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় নেটিজেনদের। এমনকী জোর জল্পনা, খুব শীঘ্রই বলিউডে পদার্পণ করবেন পালোমা। শোনা যাচ্ছে, সুরজ বরজাতিয়ার প্রোডাকশন হাউজ ‘রাজশ্রী প্রোডাকশন’ ইতিমধ্যেই তাঁকে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে এই প্রসঙ্গে তেমন কোনও আপডেট এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
advertisement
ওদিকে আবার পুনম ধিলোঁ ভারতসুন্দরীর খেতাব জেতার পরেই বলিউডে ডাক পেয়েছিলেন। তাঁর প্রথম ছবি ছিল ১৯৭৮ সালে মুক্তি প্রাপ্ত ‘ত্রিশূল’। এর পর ‘কালা পাথ্থর’, ‘নুরি’, ‘সোহনি মাহিওয়াল’, ‘তেরি মেহেরবানিয়া’, ‘কসম’, ‘সমুন্দর’, ‘নাম’-এর মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। ১৯৮৮ সালে ছবির প্রযোজক অশোক থাকেরিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু পুনম-অশোকের সুখের দাম্পত্য ১০ বছরও স্থায়ী হয়নি। ১৯৯৭ সালে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন এই দম্পতি। তাঁদের দুই সন্তান পালোমা এবং অনমোল এখনও পর্যন্ত স্টারডম থেকে অনেক দূরে রয়েছেন। তবে পুনম-কন্যা পালোমাকে এখন রুপোলি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Poonam Dhillon's Daughter: ফিটনেস আর সৌন্দর্যে মডেলদের পিছনে ফেলে দেবেন পুনম ধিলোঁর কন্যা! বলিউডেও কি পা রাখতে চলেছেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement