Viral Video: মাটির মধ্যে গর্ত করে কলা আর ডিম ভেঙে ছড়িয়ে দিলেন এক ব্যক্তি, এর পরেই ঘটল ম্যাজিক!

Last Updated:

Using Eggs and Bananas as Organic Fertilizer for Tomato Plants: আসলে বাড়িতে ফলানো সবজি যেহেতু একেবারে রাসায়নিক মুক্ত হয়, তাই তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল। তবে বাড়িতে সবজি চাষ করার ক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা যায় প্রাকৃতিক উপাদান। কী রকম? সেটাই আজ আলোচনা করে নেওয়া যাক।

মাটির মধ্যে গর্ত করে কলা আর ডিম ভেঙে ছড়িয়ে দিলেন এক ব্যক্তি, এর পরেই ঘটল ম্যাজিক!
মাটির মধ্যে গর্ত করে কলা আর ডিম ভেঙে ছড়িয়ে দিলেন এক ব্যক্তি, এর পরেই ঘটল ম্যাজিক!
ভেজাল কিংবা রাসায়নিক মেশানো খাবারের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। ফলে আজকালকার দিনে বাড়ছে অর্গ্যানিক পণ্যের চাহিদা। আসলে সবজি বা ফসল তাড়াতাড়ি ফলানো এবং তা তরতাজা রাখার জন্য কৃষিকাজে রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে। স্বাভাবিক ভাবেই সেই রাসায়নিকের প্রভাব আমাদের শরীরে তেমন ভাল পড়ে না। এর জন্য বাড়িতে স্বল্প জায়গার মধ্যে কিচেন গার্ডেন বানিয়ে নিজেদের প্রয়োজনমতো সবজি ফলিয়ে নিচ্ছেন অনেকে। আসলে বাড়িতে ফলানো সবজি যেহেতু একেবারে রাসায়নিক মুক্ত হয়, তাই তা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল। তবে বাড়িতে সবজি চাষ করার ক্ষেত্রে সার হিসেবে ব্যবহার করা যায় প্রাকৃতিক উপাদান। কী রকম? সেটাই আজ আলোচনা করে নেওয়া যাক।
একটি ইউটিউব ভিডিও-তে দেখা যাচ্ছে যে, সবজি ফলানোর জন্য ব্যবহার করা হচ্ছে ডিম আর কলা। এমনিতে স্বাস্থ্যের জন্য পুষ্টি উপাদান হিসেবে আমরা এই দুই খাবার খেয়ে থাকি। কিন্তু সেই কলা আর ডিম দিয়েই দিব্যি করা যাবে সবজি চাষ। গ্যারি পিলারচিক (দ্য রাস্টেড গার্ডেন) ইউটিউব অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়েছে। আর তা নিমেষের মধ্যে ভাইরাল হচ্ছে।
advertisement
advertisement
কী দেখা যাচ্ছে ওই ভিডিও-তে? দেখা যাচ্ছে যে, এক ব্যক্তি বেশ কয়েকটি পাকা কলা আর ডিম নিয়ে বাগানে গিয়েছেন। যেখানে গাছ রোপণ করবেন, সেখানে মাটিতে প্রায় ১৪-১৬ ইঞ্চি গভীর গর্ত খুঁড়েছেন তিনি। এর পর কলার খোসা-সহ কলাগুলি ভেঙে ওই গর্তে দিয়ে দিচ্ছেন তিনি। ঠিক একই ভাবে ডিম অল্প একটু ভেঙে গোটাটাই গর্তে ফেলে দিচ্ছেন ওই ব্যক্তি। এর পর মাটি দিয়ে গর্ত বুজিয়ে তার উপর টম্যাটো বীজ ছড়িয়ে দেওয়া হয়। এর দিন কয়েক পর সেই জায়গায় টম্যাটো চারা জন্মায়।
advertisement
ওই ব্যক্তির বক্তব্য, এই পদ্ধতিতে নিজের পছন্দমতো যে কোনও গাছের চারা বা বীজ রোপণ করা যায়। প্রাকৃতিক সার হিসেবে শুধুমাত্র ডিম আর কলাই ব্যবহার করা হয়েছে। অন্য কোনও উপাদান ব্যবহার করা হয়নি। আসলে কলা আর ডিম মাটিতে পচে যায় এবং সার হিসেবে কাজ করে। অর্থাৎ গাছ এভাবেই পুষ্টি লাভ করে। ফলে আলাদা করে অন্য কোনও সারের আর প্রয়োজন হয় না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মাটির মধ্যে গর্ত করে কলা আর ডিম ভেঙে ছড়িয়ে দিলেন এক ব্যক্তি, এর পরেই ঘটল ম্যাজিক!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement