Air Cooler: কিনতে হবে না এসি, নিয়ে আসুন পাথরের তৈরি এই বিশেষ কুলার, কম খরচে পান শীতল বাতাস

Last Updated:

ওমপ্রকাশ প্রজাপত নামে ওই তরুণ দাবি করেন, তাঁর তৈরি করা বিশেষ কুলার এমনই প্রাকৃতিক প্রযুক্তিতে তৈরি, যে এর শীতল বাতাসের প্রবাহ কখনই থামবে না।

কিনতে হবে না এসি, নিয়ে আসুন পাথরের তৈরি এই বিশেষ কুলার, কম খরচে পান শীতল বাতাস
কিনতে হবে না এসি, নিয়ে আসুন পাথরের তৈরি এই বিশেষ কুলার, কম খরচে পান শীতল বাতাস
জয়সলমের— নামটা শুনলেই বাঙালির প্রথম পড়ে ‘সোনার পাথরবাটি’-র কথা। সোনালি রঙের পাথর আর সেই পাথরের কেল্লা নিয়েই তো বাঙালি কিশোরের যাবতীয় ফ্যান্টাসির সূচনা।
এবার সেই জয়সলমের আর সেখানকার পাথর দিয়েই তৈরি হয়েছে এক দারুন পরিবেশবান্ধব যন্ত্র। এই যন্ত্র প্রবল গরমে ঘর ঠান্ডা রাখবে।
advertisement
গত কয়েক বছরেই ভারতে গরম বেড়েছে। চলতি বছর আগেভাগেই তাপপ্রবাহের সতর্কতা জারি করে রেখেছিল মৌসম ভবন। পূর্বাভাস সত্য করে প্রচণ্ড গরমে ঝলসে যাচ্ছে গোটা দেশ। রাজস্থানের অবস্থাও শোচনীয়। জয়সলমের তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। এই গরমকে হারাতে মানুষ এসি ব্যবহার করছেন। কিন্তু এসি মোটেও পরিবেশ বান্ধব নয়। তাছাড়া এসি চালানোর খরচও বেশি। সকলের সেই সাধ্য থাকে না।
advertisement
এই পরিস্থিতিতে যাঁরা এসির জন্য বেশি টাকা খরচ করতে চান না তাঁরা অনেক সময় বাজার থেকে কুলার কিনে আনেন। কিন্তু কুলার খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতেই বিজ্ঞান স্নাতকের এক ছাত্র তৈরি করে ফেলেছে এক বিশেষ কুলার। কুলার তৈরি হয়েছে জয়সলমের পাথর দিয়ে।
ওমপ্রকাশ প্রজাপত নামে ওই তরুণ দাবি করেন, তাঁর তৈরি করা বিশেষ কুলার এমনই প্রাকৃতিক প্রযুক্তিতে তৈরি, যে এর শীতল বাতাসের প্রবাহ কখনই থামবে না। তাছাড়াও এই কুলারটি কম জলের খরচ করে। কোনও শব্দও করে না। আসলে সকলেই চান সাশ্রয়ী মূল্যে একটি কুলার কিনে নিতে যা দীর্ঘদিন ব্যবহার করা যায়।
advertisement
পুরনো পাথরে প্রযুক্তি—
ওমপ্রকাশ দাবি করেন, এই কুলারে পচনের সমস্যা হবে না। ফলে দুর্গন্ধ তৈরি হবে না। বছরের পর বছর এই কুলার ব্যবহার করা যেতে পারে। বাড়িতে পড়ে থাকা কিছু পুরনো পাথর দিয়েই এই কুলার বানিয়ে ফেলেছেন তিনি। তবে কিছু বৈদ্যুতিন সামগ্রী তাঁকে কিনে নিতে হয়েছে বাজার থেকে।
রিমোট কন্ট্রোল—
advertisement
পুরনো পাথর দিয়ে তৈরি হলেও ওমপ্রকাশের কুলারে রয়েছে রিমোট কন্ট্রোলের ব্যবস্থা। আধুনিক ব্যবস্থাপনার সঙ্গে মানানসই করে তিনি কুলারে বসিয়েছেন একটি রিমোট সিস্টেম। এই কুলারের জলের ট্যাঙ্কে প্রায় ২০০ লিটার জলধারণ ক্ষমতা রয়েছে। ফলে বারবার জল ঢালার প্রয়োজন হবে না।
advertisement
সব থেকে বড় সুবিধার বিষয় হল এই কুলার ঘরের ভিতরে রেখে জায়গা নষ্ট করার কোনও প্রয়োজন নেই। একটু বড় আকারের এই কুলারটি সম্পূর্ণ বাড়ির বাইরে রাখতে হবে। সেখান থেকেই কাজ করবে কুলারটি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Air Cooler: কিনতে হবে না এসি, নিয়ে আসুন পাথরের তৈরি এই বিশেষ কুলার, কম খরচে পান শীতল বাতাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement