Google Chrome: সহজ হবে সার্চ, সুরক্ষিত থাকা যাবে ভাইরাস থেকেও! গুগল ক্রোমের সেটিংসে গিয়ে করুন এই কাজ

Last Updated:

গুগল ক্রোমে এমন ২ উল্লেখযোগ্য ফিচার রয়েছে, যা সম্পর্কে অনেক ইউজারেরই সঠিক কোনও ধারণা নেই।

সহজ হবে সার্চ, রক্ষিত থাকা যাবে ভাইরাস থেকেও! গুগল ক্রোমের সেটিংসে গিয়ে করুন এই কাজ
সহজ হবে সার্চ, রক্ষিত থাকা যাবে ভাইরাস থেকেও! গুগল ক্রোমের সেটিংসে গিয়ে করুন এই কাজ
ব্রাউজারের কথা শুনলেই আমাদের মাথায় আসে মাত্র দুটি নাম। এর মধ্যে একটি গুগল ক্রোম এবং দ্বিতীয়টি হল মোজিলা ফায়ারফক্স। কিন্তু, এর মধ্যে বেশি জনপ্রিয় হল গুগল ক্রোম। গুগল ক্রোম হল এই দুটির মধ্যে এটি এমন একটি ওয়েব ব্রাউজার, যা অর্ধেকেরও বেশি মানুষ ব্যবহার করে থাকেন।
কারণ এর ইন্টারফেস ফায়ারফক্সের চেয়ে একটু সহজ। এছাড়াও গুগল ক্রোমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। কিন্তু, এমন অনেক ইউজার রয়েছেন যাঁরা গুগল ক্রোমের বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে ওয়াকিবহল নন। গুগল ক্রোমে এমন ২ উল্লেখযোগ্য ফিচার রয়েছে, যা সম্পর্কে অনেক ইউজারেরই সঠিক কোনও ধারণা নেই। এক নজরে দেখে নেওয়া যাক গুগল ক্রোমের সেই ২ ফিচারের সমস্ত খুঁটিনাটি। কারণ এর ইন্টারফেস ফায়ারফক্সের চেয়ে একটু সহজ। এছাড়াও গুগল ক্রোমের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ফিচার। কিন্তু, এমন অনেক ইউজার রয়েছেন যাঁরা গুগল ক্রোমের বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে ওয়াকিবহল নন। গুগল ক্রোমে এমন ২ উল্লেখযোগ্য ফিচার রয়েছে, যা সম্পর্কে অনেক ইউজারেরই সঠিক কোনও ধারণা নেই। এক নজরে দেখে নেওয়া যাক গুগল ক্রোমের সেই ২ ফিচারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
এটা বললে ভুল হবে না যে গুগল ক্রোম ইউজাররা শুধু ব্রাউজার পেজটি ওপেন করেন, এরপর তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী যা খুশি সার্চ করেন এবং কাজ মিটে গেলে তারপরে তা বন্ধ করে দেন। কিন্তু, গুগল ক্রোমের ইউজারদের জানতে হবে যে, এটিতে এমন কিছু সেটিংস উপলব্ধ রয়েছে, যা ইউজারদের সার্চের জন্য খুবই প্রয়োজনীয়। এটা বললে ভুল হবে না যে গুগল ক্রোম ইউজাররা শুধু ব্রাউজার পেজটি ওপেন করেন, এরপর তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী যা খুশি সার্চ করেন এবং কাজ মিটে গেলে তারপরে তা বন্ধ করে দেন। কিন্তু, গুগল ক্রোমের ইউজারদের জানতে হবে যে, এটিতে এমন কিছু সেটিংস উপলব্ধ রয়েছে, যা ইউজারদের সার্চের জন্য খুবই প্রয়োজনীয়।
advertisement
advertisement
১) এই সেটিংটি অ্যাড ব্লক করতে সাহায্য করে -  এর জন্য ইউজারদের গুগল ক্রোমে লগইন করতে হবে, তারপরে ইউজারদের ডান পাশে থাকা ৩টি ডট বাটনে ক্লিক করে সেটিংস অপশনে যেতে হবে। ১) এই সেটিংটি অ্যাড ব্লক করতে সাহায্য করে –
এর জন্য ইউজারদের গুগল ক্রোমে লগইন করতে হবে, তারপরে ইউজারদের ডান পাশে থাকা ৩টি ডট বাটনে ক্লিক করে সেটিংস অপশনে যেতে হবে।
advertisement
এরপর ইউজাররা একটু নিচে স্ক্রল করলে সার্চ ইঞ্জিনের অপশন পাবেন, সেটিতে ক্লিক করতে হবে। এরপর ইউজারদের সামনে অনেকগুলো অপশন আসবে, যার মধ্যে থেকে তাঁদের DuckDuckGo সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করলে, ইউজাররা যে বিজ্ঞাপনগুলি দেখেন, তা আর দেখা যাবে না। এর মাধ্যমে ইউজারদের সার্চের হিস্টরিও সেভ করা হবে না। এরপর ইউজাররা একটু নিচে স্ক্রল করলে সার্চ ইঞ্জিনের অপশন পাবেন, সেটিতে ক্লিক করতে হবে। এরপর ইউজারদের সামনে অনেকগুলো অপশন আসবে, যার মধ্যে থেকে তাঁদের DuckDuckGo সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করলে, ইউজাররা যে বিজ্ঞাপনগুলি দেখেন, তা আর দেখা যাবে না। এর মাধ্যমে ইউজারদের সার্চের হিস্টরিও সেভ করা হবে না।
advertisement
২) এই সেটিং ভাইরাস থেকে বাঁচাতে সাহায্য করে -  ভাইরাস থেকে বাঁচতে ইউজারদের সবার প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। এরপর Privacy & Security অপশনে ক্লিক করতে হবে। ২) এই সেটিং ভাইরাস থেকে বাঁচাতে সাহায্য করে –
ভাইরাস থেকে বাঁচতে ইউজারদের সবার প্রথমেই সেটিংস অপশনে যেতে হবে। এরপর Privacy & Security অপশনে ক্লিক করতে হবে।
advertisement
এরপর কিছুটা নিচে স্ক্রল করতে হবে এবং Always use secure connections-এ থাকা টগলটি চালু করতে হবে। এই সেটিংসটি চালু করলে ইউজারদের ডিভাইসে ভাইরাসের ঝুঁকি কমে যাবে। কারণ এই সেটিংসের কারণে ইউজারদের ডিভাইসে কোনও বিপজ্জনক সাইট খুলবে না। এরপর কিছুটা নিচে স্ক্রল করতে হবে এবং Always use secure connections-এ থাকা টগলটি চালু করতে হবে। এই সেটিংসটি চালু করলে ইউজারদের ডিভাইসে ভাইরাসের ঝুঁকি কমে যাবে। কারণ এই সেটিংসের কারণে ইউজারদের ডিভাইসে কোনও বিপজ্জনক সাইট খুলবে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Google Chrome: সহজ হবে সার্চ, সুরক্ষিত থাকা যাবে ভাইরাস থেকেও! গুগল ক্রোমের সেটিংসে গিয়ে করুন এই কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement