৭.২ এমএম স্লিম ডিজাইনের ফোন সদ্য বাজারে আনল Samsung! ট্রিপল রিয়ার ক্যামেরা ফোনের দাম কেমন? জেনে নিন

Last Updated:

নতুন এই Galaxy F সিরিজ স্মার্টফোনের রয়েছে স্লিম বিল্ড। আর তা ৮ জিবি RAM-এর সঙ্গে Exynos 1480 চিপসেট দ্বারা চালিত হয়।

৭.২ এমএম স্লিম ডিজাইনের ফোন সদ্য বাজারে আনল Samsung! ট্রিপল রিয়ার ক্যামেরা ফোনের দাম কেমন? জেনে নিন
৭.২ এমএম স্লিম ডিজাইনের ফোন সদ্য বাজারে আনল Samsung! ট্রিপল রিয়ার ক্যামেরা ফোনের দাম কেমন? জেনে নিন
গত ৮ মে ২০২৫ তারিখে ভারতে নিজেদের লেটেস্ট ফোন Galaxy F56 5G লঞ্চ করেছে Samsung। নতুন এই Galaxy F সিরিজ স্মার্টফোনের রয়েছে স্লিম বিল্ড। আর তা ৮ জিবি RAM-এর সঙ্গে Exynos 1480 চিপসেট দ্বারা চালিত হয়। ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট-সহ এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে।
আর ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। নতুন Galaxy F56 5G স্মার্টফোনের জন্য ৬ বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। আর এই হ্যান্ডসেটে থাকবে ৫০০০mAh ব্যাটারি।
advertisement
advertisement
ভারতে Samsung Galaxy F56 5G-র দাম:
নতুন Samsung Galaxy F56 5G ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫৯৯৯ টাকা। আবার অন্যদিকে ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৮৯৯৯ টাকা। এটাই স্টার্টিং প্রাইস। এর মধ্যে অবশ্য ব্যাঙ্ক অফারও অন্তর্ভুক্ত। সবুজ এবং বেগুনি এই দু’টি কালার অপশনে পাওয়া যাচ্ছে এই ফোন। Samsung, Samsung Finance + এবং NBFC পার্টনারের মাধ্যমে প্রতি মাসে ১৫৫৬ টাকার ইএমআই অপশনে গ্রাহকরা পেয়ে যাবেন Samsung Galaxy F56 5G।
advertisement
Samsung Galaxy F56 5G স্পেসিফিকেশন:
Android 15-এর ভিত্তি করে One UI 7 দ্বারা চালিত হয় Samsung Galaxy F56 5G। গ্রাহকরা এই ফোন কিনলে ৬ বছরের জন্য Android আপডেট এবং ৬ বছরের জন্য সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি Full HD+ Super AMOLED+ ডিসপ্লে। সঙ্গে থাকবে ১২০০ নিটস হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) এবং ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট। Vision Booster টেকনোলজি সাপোর্ট করে এর ডিসপ্লে।
advertisement
এই হ্যান্ডসেটের সামনে এবং পিছনে রয়েছে Corning Gorilla Glass Victus Plus কোটিং। এটি পরিচালিত হয় Exynos 1480 প্রসেসর দ্বারা। রয়েছে ৮ জিবি LPDDR5X RAM এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। F56 5G-তে রয়েছে ৭.২ এমএম থিন প্রোফাইল। ফলে দাবি করা হচ্ছে যে, সংশ্লিষ্ট সংস্থার F-series পোর্টফোলিওয় সবথেকে পাতলা স্মার্টফোন হতে চলেছে এটি।
advertisement
ক্যামেরার কথা বলতে গেলে Galaxy F56 5G-তে রয়েছে OIS সাপোর্ট-সহ রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা। আর সামনের দিকে রয়েছে ১২ মেগাপিক্সেল HDR সেলফি ক্যামেরা। শুধু তা-ই নয়, এই ক্যামেরা সেটআপে রয়েছে একাধিক এআই ইমেজিং ফিচার। এর মধ্যে অন্যতম হল অবজেক্ট ইরেজার এবং এডিট সাজেশনস।
রিয়ার ক্যামেরা ইউনিটে মিলবে 2x জ্যুম এবং তা ১০ বিট HDR-এ ৩০ এফপিএস-এ ৪কে ভিডিও ক্যাপচার করতে পারে। অন্যদিকে ব্যাটারির বিষয়ে কথা বলতে হলে এতে থাকবে ৫০০০mAh ব্যাটারি প্যাক। যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য এই ফোনে রয়েছে Samsung-এর Knox Vault ফিচার।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৭.২ এমএম স্লিম ডিজাইনের ফোন সদ্য বাজারে আনল Samsung! ট্রিপল রিয়ার ক্যামেরা ফোনের দাম কেমন? জেনে নিন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement